এই মুহূর্তে জেলা

গঙ্গাসাগরে কপিল মুনির মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী।


 

দ:২৪ পরগনা,৬ জানুয়ারি:- সোমবার দুপুর পৌনে একটা নাগাদ আকাশ পথে কাকদ্বীপে পৌঁছান মুখ্যমন্ত্রী। এবারের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে ও খোঁজখবর নেন তিনি। এবারের মেলাতে যাতে কোনভাবেই কেউ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে না পারেন সে দিকে প্রশাসনকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রায় এক ঘণ্টা পনেরো মিনিট বৈঠকের পর কাকদ্বীপ থেকে আকাশ পথে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। সেখানে এদিন সন্ধ্যায় কপিল মুনির মন্দিরে পুজো দেন তিনি। রাতে গঙ্গাসাগরেই রাত্রিযাপন করার পর মঙ্গলবার পাথর প্রতিমায় একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখান থেকে আবার ও ফিরে এসে মঙ্গলবার রাতে গঙ্গাসাগরে রাত্রিযাপন করবেন , মুখ্যমন্ত্রী। এরপর বুধবার দুপুর নাগাদ আকাশ পথেই তার কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।এদিন মুখ্যমন্ত্রীর সফরে ছিল কড়া। নিরাপত্তা।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.