হাওড়া,৭ ডিসেম্বর:- পথ দুর্ঘটনা রুখতে এবার বিভিন্ন গাড়ির চালকদের পথে নামাল হাওড়া সিটি ট্রাফিক পুলিশ। শনিবার কোনা ট্রাফিক গার্ডের উদ্যোগে সকালে অফিস টাইমে সাঁতরাগাছি স্টেশনের সামনে কোনা এক্সপ্রেসওয়েতে গাড়ি নিয়ন্ত্রণ করতে নামানো হয় বেসরকারি বাস, মিনিবাস, লরি, ওলা ও উবের চালকদের। পুলিশের দাবি যাদের বিরুদ্ধে সর্বাধিক ট্রাফিক আইন ভাঙার অভিযোগ থাকে তাদেরকেই প্রথমে সচেতন করা দরকার। তাই এই অভিনব উদ্যোগ।
এবিষয়ে কোনা ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর প্রবীর মোহন্ত বলেন, “আমরা ট্রাফিক সচেতনতার বার্তা দিতে শনিবার সকালে সাঁতরাগাছি এলাকার বিভিন্ন পয়েন্টে বাসচালক, লরিচালক, ট্যাক্সিচালক, ওলা উবের চালকদের নিয়ে কর্মসূচি করেছি। আমরা এদের ট্রাফিক পুলিশের জ্যাকেট পরিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ সংক্রান্ত বিভিন্ন শ্লোগানের প্ল্যাকার্ড দিয়ে রাস্তায় নামিয়েছি। এরাই আজ পথে নেমে সকলকে ট্রাফিক নিয়ম মেনে চলার বিষয়ে সচেতন করেন। এরাই আজ গাড়ি চালকদের সচেতন করেছেন। পথচারীদেরও সচেতন করেছেন। সাঁতরাগাছির বিভিন্ন পয়েন্টে এই কর্মসূচি নেওয়া হয়েছে।” উল্লেখ্য, এদিন সকালে হাওড়া রেলওয়ে স্টেশন ট্রাফিক গার্ডের উদ্যোগেও পথ নিরাপত্তায় সচেতনতামূলক এক কর্মসূচি নেওয়া হয়। রেল মিউজিয়াম সংলগ্ন নার্সারি গার্ডেন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বাসচালক, কন্ডাক্টর, বাসমালিকদের নিয়ে কর্মশালা হয়।