হুগলি,৭ ডিসেম্বর:- গরুর দুধে সোনা আছে কিনা তা নিয়ে বিতর্ক বিস্তর, তবে বর্তমানে সোনার মোড়কে মুড়েছে পিঁয়াজ; প্রকৃতি ও ফড়েদের সন্ত্রাসে পিঁয়াজ যা দাদাগিরি দেখাচ্ছে তাতে যখন তখন বিপদ হতে পারে! তাই কোন ঝক্কি না নিয়ে পিঁয়াজের বডিগার্ড হিসাবে রাতপাহারা দিচ্ছে চাষীভাইরা। এই প্রথমবার এমনই ঘটনায় যথেষ্ট সাড়া পড়েছে পান্ডুয়া ব্লকের খন্যানের আবীরা গ্রামে। এই এলাকার পিঁয়াজ চাষী দীপক দাস, ভাষ্কররা দাসরা এখন নাওয়া-খাওয়া ভূলে রাত জেগে জমিতে পিঁয়াজ পাহারা দিতে ব্যাস্ত। নভেম্বরের প্রথম সপ্তাহেই এই এলাকায় বীজপেঁয়াজের চাষ শুরু হয়। যেই পেঁয়াজ মাটিতে পুঁতলে পেঁয়াজ থেকে বেরনো কলির মাথায় যে ফুল ফোটে সেই ফুল থেকেই পাওয়া বীজ দিয়ে নতুন পেঁয়াজ চারা তৈরী হয়।
সেই বীজ আমাদের রাজ্য তো বটেই রাজ্যের বাইরেও পেঁয়াজ চাষের জন্য রপ্তানী করা হয়। খন্যান এলাকায় মূলতঃ বড় সাইজের পেঁয়াজ দিয়ে উন্নত মানের বীজ তৈরী হয়। দিন দুয়েক আগে সেই পেঁয়াজ-ই জমিতে বসানো হয়েছে। যার বাজার দর বর্তমানে প্রায় ১২০ থেকে ১৩০ টাকা কেজি। যে হিসাবে ১ বিঘা জমিতে ২৫মোন পেঁয়াজের দাম ১লক্ষ টাকার মত পরে। এত পরিমান টাকা দিয়ে বীজ পেঁয়াজের চাষ কোনদিন করেনি এখানকার চাষী ভাইরা। পেঁয়াজ চাষী দীপক দাস, ভাষ্কর দাসদের বক্তব্য এর আগে কোনদিন পেঁয়াজের দাম এত বাড়েনি। তাই মানুষের এই সব্জির প্রতি এত লোভ-লালসা তৈরী হয়নি । কিন্তু এবারে পেঁয়াজের বর্ধিত দাম মানুষের লোভ বাড়িয়েছে। ফলে জমি থেকে পেঁয়াজ চুরির আশঙ্কা থাকছেই। তাই বাধ্য হয়ে আমরা রাতের ঘুম ভূলে জমিতে পেঁয়াজ পাহারা দিচ্ছি। এত বড় জমিতে গার্ডের সংখ্যাও বাড়াতে হয় । তাই দুশো টাকা রোজে অতিরিক্ত বডিগার্ড নিতে বাধ্য হচ্ছে তাঁরা। সাধারন মানুষ কিন্তু পেঁয়াজ পাহারার ঘটনায় হতচকিত। তাঁদের বক্তব্য আজব দেশের গজব কাহানি!এতদিন নেতা-মন্ত্রীদের বর্ডিগার্ডের পয়সা আমাদের পকেট থেকে যেতো, এবারে পেঁয়াজের বর্ডিগার্ডের ভাড়াও আমাদেরকেই গুনতে হবে।Related Articles
ডাকাতির আগেই ধৃত দুই দুষ্কৃতী চন্দননগরে।
প্রদীপ বসু, ২৩ ফেব্রুয়ারি:- ডাকাতির ছক করার আগেই ধরা পড়ল দুই দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ রাত একটা নাগাত চন্দননগর বোড়াইচন্ডিতলা এলাকার ইঁট ভাটা থেকে গ্রেফতার করে দুজনকে। এদের নাম কলুপুকুর কবর স্থানের বাপন দাস আর কুঠির ঘাটের মহ আমিরুদ্দিন। পুলিশের গাড়ি থেকে দু তিন বার পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও সফল হয়নি […]
ভোটদানে বাধা দেওয়ার অভিযোগে রাস্তা অবরোধ সি,পি,এমের।
পশ্চিম মেদিনীপুর , ১ এপ্রিল:-সিপিএমের পোলিং এজেন্টকে বসতে না দেওয়া এবং ভোটদানে বাধা দেওয়ার অভিযোগে ভোটগ্রহণ শুরুর একটু পরেই পথ অবরোধ করল সিপিএম ২০৭, ২৩৮, ২৩৯, ২০৭, ২৩৮, ২৩৯, ২৪১, ২৪২ নাম্বার বুথে তৃণমূলের দুষ্কৃতীরা ভোটদানে বাধা দেয় বলে সিপিএমের অভিযোগ।এর প্রতিবাদে চকলছিপুরে সিপিএম গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে।কেন্দ্রীয় বাহিনীর জওয়ান […]
প্রভুর প্রার্থনায় ব্যান্ডেল চার্চ।
হুগলি,২৫ ডিসেম্বর:- গত কালই সন্ধ্যা নামতেই মোহমোহী আলোয় অপরুপ সৌন্দর্যে আলাদা রুপের প্রধান আকর্ষন ছিল ব্যান্ডেল চার্চ। দশটার পরই শুরু হয় প্রভুর প্রার্থনা। রাত যত যত বেরেছে ভিড় বেড়েছে চার্চে। রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে সাজিয়ে তোলা হয়েছে চারশো বছরেরও প্রাচীন এই গির্জা। গির্জাটিতে একটি বিশাল ঘড়িসহ স্তম্ভ রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এতে প্রচুর পরিবর্তন […]







