এই মুহূর্তে জেলা

কোচবিহারের জন্য কি করেছে মোদী ?” রাসমেলার সভা থেকে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কোচবিহার , ৩১ মার্চ:- আগামী ১০ তারিখ কোচবিহারে চতুর্থ দফার বিধানসভা নির্বাচন। এর আগেও একাধিক হাইভোল্টেজ ব্যক্তিত্ব কোচবিহারে ভোট প্রচারে এসেছেন। আজ বুধবার কোচবিহারের সিতাই বিধানসভায় জগদীশ বর্মা বসুনিয়া ও কোচবিহার দক্ষিণ বিধানসভায় তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক সমর্থনে ভোট প্রচার করতে আসেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করে এসে কোচবিহারে এসে পৌঁছান। প্রথমে তিনি সিতাইয়ে জনসভা করেন এবং পড়ে কোচবিহারে রাস মেলার মাঠে সভা করেন। এদিন তিনি তার সভায় বললেন, “বিজেপি নিজেকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বলে দাবী করছে। আমি বলছি ভালো কথা। আপনি দেশের কেন বিশ্বের সবচেয়ে বড় দল হন। আমরা ছোট দল, আমরা আঞ্চলিক দল, আমরা খেটে খাওয়া শ্রমিক-কৃষকের দল। তা আপনি যদি প্রকৃত রাজনীতিবিদ হন তাহলে আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন। দেখান আপনি সাত বছরে কি কাজ করেছে। আর আমাদের রিপোর্ট কার্ড নিয়ে আমরা যাচ্ছি।”

এছাড়া এদিন তিনি বিরোধি দলের বিরুদ্ধে প্রশ্ন তোলেন, “আপনি সাত বছরে কোচবিহারের জন্য কি করেছে? কোচবিহার দক্ষিণ, কোচবিহার উত্তর, শিতলকুচি, নাটাবাড়ি, দিনহাটা, মাথাভাঙ্গা প্রভৃতি স্থানে কি কাজ করেছে আপনি? হিসাব দিন দেখান? আপনি ঠিক করুন এখন, বাংলায় ৮০ হাজার বুথ আছে, কোন বুথে দাঁড়িয়ে আমরা সাথে লড়বেন। লড়াই যদি হয় তাহলে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হোক। একদিকে বিজেপির সবভারতীয় নেতা থাকবে অন্যদিকে আমি থাকবো। আপনি জায়গা ঠিক করুন, আপনি মঞ্চ ঠিক করুন, আপনি সভা ঠিক করুন, এমাকে ১ ঘন্টা আগে বলবেন আমি যাবো। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন আমি আমর রিপোর্ট কার্ডি নিয়ে আসবো। উন্নয়নের নিরিখে লড়াই হবে। আর এই লড়াইয়ে যদি আমি আপনাকে রাজনৈতিক আঙ্গিনার বাইরে না করতে পারি, তাহলে আমি আর এই রাজনীতির আঙ্গিনায় পা রাখবোনা।”