কলকাতা,১৯ ডিসেম্বর:- এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিরোধীতায় কলকাতার উত্তর থেকে দক্ষিণ পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোম থেকে বুধ প্রতিবাদে শহরের রাজপথ কাঁপানোর পর বৃহস্পতিবার রানি রাসমনি রোডে প্রতিবাদ সভা করলেন তিনি। এদিন সভার শুরুতেই কাঁসর ঘন্টা বাজান মুখ্যমন্ত্রী। আমরা সবাই নাগরিক এই আওয়াজ তাকে আমাদের তুলে ধরতে হবে। কারো দয়ায় আমরা এখানে বাস করি না। ৭৩ বছর পর আমাদের প্রমাণ করতে হবে আমরা নাগরিক কি নাগরিক না এটা খুব লজ্জার। বিজেপির নেতারা দেশের স্বাধীনতার আন্দোলন করেনি। দেশ ভাগাভাগি করছে এখন। আমাদের আন্দোলন চলতে থাকবে। আমরা নানান সামাজিক আন্দোলন করবো। এই ভাবে আমাদের আন্দোলন চালিয়ে নিয়ে যাবো। নাগরিক সংশোধনী আইন বাতিল না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। একটা রাজনৈতিক দল ঠিক করবে কে থাকবে আর কে থাকবে না,সেটা হয় না। বিজেপির বিরুদ্ধে আছে ৬২% মানুষ। আজ আমাদের দুর্ভাগ্য। বিজেপির মাদুলি পরে প্রমাণ করতে হবে। যে আমরা এই দেশের নাগরিক কি নাগরিক না। বিজেপি করলে ভালো না করলে কালো, বিজেপি না করলে জেলে।
রামচন্দ্র গুহার মতো মানুষকে অসম্মান করা হয়েছে। গোটা দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। এটা হিন্দু মুসলমান এর আন্দোলন নয়। দেশের মানুষের আন্দোলন এটা। বিজেপির খেলাকে বন্ধ করে দিন। বিজেপি বাজার থেকে টুপি কিনেছে। এই ধরনের টুপি পরে অশান্তির করবে। সবাইকে সতর্ক থাকতে হবে। বিজেপি ফেক ভিডিও করে। এটাকে বিশ্বাস করবেন না। এটাকে ছড়িয়ে দিচ্ছে। টাকা অনলাইনে নাম তুলে দিতে পারে ভুল ভাবে সেখানে নাম তুলতে পারে বিজেপি। সেখানে সতর্ক থাকতে হবে। জনগণনার নাম করে ফন্দি হতে পারে। সেই কারণে আমরা এখানে জনগণনা করতে দিচ্ছি না। সবাইকে ভয় দেখিয়ে, সংবিধান না মেনে যা ইচ্ছা করে দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশ, কর্ণাটক, দিল্লি বিজেপি শাসিত রাজ্যে ১৪৪ ধারা লাগু করা হয়েছে। যত দিন যাবে বাংলার মাটিতে আন্দোলন আরো বাড়বে। এই আন্দোলন নিজের অস্তিত্বের আন্দোলন। যত দিন যাবে বিজেপি তত ধাক্কা খাবে। তাই ধাক্কা সামলাতে হলে গণভোট হোক। রাষ্ট্রপুঞ্জের অধীনে হবে ভোট। একটা কমিটি তৈরি করে হোক ভোট। আগুন নিয়ে খেলবার চেষ্টা করবেন না। সব কিছু ফিরে পাওয়া যায়। অস্তিত্ব হারিয়ে গেলে সেটা আর ফিরে পাওয়া যায় না।Related Articles
বিপুল পরিমাণ টাকা সহ গ্রেফতার ছয় যাত্রী হাওড়ায়।
হাওড়া, ২২ মার্চ:- হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ টাকা-সহ গ্রেফতার হয় ছয় যাত্রী। রেল পুলিশ (জিআরপি) সূত্রের খবর, ডাউন নয়াদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে ওই ছ’জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোট ৫০ লক্ষ ৮৪ হাজার টাকার নগদ উদ্ধার হয়েছে। লোকসভা ভোটের সময়ে রাজ্যে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। […]
শ্রমিকরা কাজ বন্ধ করায় অচলাবস্থা বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুটমিলে।
হুগলি, ২০ মে:- গত ১৮ মে মিলের সেলাই ঘরে যত মেশিন চলত তা কমিয়ে প্রায় সত্তর জনকে বসিয়ে দেওয়া হয়।বিষয়টি নিয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক ইউনিয়ন কথা বলে। কিন্তু সন্তোষজনক উত্তর না মেলায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। স্যাক সুইং বিভাগের শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। শ্রমিকদের দাবি পাটঘর থেকে বেল গোডাউন পর্যন্ত স্পিনিং ওয়াইন্ডিং […]
আমফানে ক্ষতিগ্রস্থদের টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চায়েত প্রধানকে বহিষ্কৃত করলো তৃণমূল।
চিরঞ্জিত ঘোষ , ২০ জুন:- আমফান ঝড়ে ক্ষতিগ্ৰস্থ বাড়ির তলিকায় চন্ডীতলা -২র অধীন গরলগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান নরেন্দ্রনাথ সিংহ নিজের ফোন নাম্বার দেওয়ায় এবং ক্ষতিপূরনের তালিকায় নিজের স্ত্রীর নাম দেওয়ায়, দলের মধ্যেই যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে শাসক দল তৃনমূল। এই খবর প্রকাশ্যে আসতেই বিরোধীরা সমালোচনায় সরব হয়েছে। তারপরেই প্রশাশন তৎপর হতে নিজের স্ত্রীর নাম সহ মোট […]