কলকাতা,১৯ ডিসেম্বর:- এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিরোধীতায় কলকাতার উত্তর থেকে দক্ষিণ পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোম থেকে বুধ প্রতিবাদে শহরের রাজপথ কাঁপানোর পর বৃহস্পতিবার রানি রাসমনি রোডে প্রতিবাদ সভা করলেন তিনি। এদিন সভার শুরুতেই কাঁসর ঘন্টা বাজান মুখ্যমন্ত্রী। আমরা সবাই নাগরিক এই আওয়াজ তাকে আমাদের তুলে ধরতে হবে। কারো দয়ায় আমরা এখানে বাস করি না। ৭৩ বছর পর আমাদের প্রমাণ করতে হবে আমরা নাগরিক কি নাগরিক না এটা খুব লজ্জার। বিজেপির নেতারা দেশের স্বাধীনতার আন্দোলন করেনি। দেশ ভাগাভাগি করছে এখন। আমাদের আন্দোলন চলতে থাকবে। আমরা নানান সামাজিক আন্দোলন করবো। এই ভাবে আমাদের আন্দোলন চালিয়ে নিয়ে যাবো। নাগরিক সংশোধনী আইন বাতিল না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। একটা রাজনৈতিক দল ঠিক করবে কে থাকবে আর কে থাকবে না,সেটা হয় না। বিজেপির বিরুদ্ধে আছে ৬২% মানুষ। আজ আমাদের দুর্ভাগ্য। বিজেপির মাদুলি পরে প্রমাণ করতে হবে। যে আমরা এই দেশের নাগরিক কি নাগরিক না। বিজেপি করলে ভালো না করলে কালো, বিজেপি না করলে জেলে।
রামচন্দ্র গুহার মতো মানুষকে অসম্মান করা হয়েছে। গোটা দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। এটা হিন্দু মুসলমান এর আন্দোলন নয়। দেশের মানুষের আন্দোলন এটা। বিজেপির খেলাকে বন্ধ করে দিন। বিজেপি বাজার থেকে টুপি কিনেছে। এই ধরনের টুপি পরে অশান্তির করবে। সবাইকে সতর্ক থাকতে হবে। বিজেপি ফেক ভিডিও করে। এটাকে বিশ্বাস করবেন না। এটাকে ছড়িয়ে দিচ্ছে। টাকা অনলাইনে নাম তুলে দিতে পারে ভুল ভাবে সেখানে নাম তুলতে পারে বিজেপি। সেখানে সতর্ক থাকতে হবে। জনগণনার নাম করে ফন্দি হতে পারে। সেই কারণে আমরা এখানে জনগণনা করতে দিচ্ছি না। সবাইকে ভয় দেখিয়ে, সংবিধান না মেনে যা ইচ্ছা করে দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশ, কর্ণাটক, দিল্লি বিজেপি শাসিত রাজ্যে ১৪৪ ধারা লাগু করা হয়েছে। যত দিন যাবে বাংলার মাটিতে আন্দোলন আরো বাড়বে। এই আন্দোলন নিজের অস্তিত্বের আন্দোলন। যত দিন যাবে বিজেপি তত ধাক্কা খাবে। তাই ধাক্কা সামলাতে হলে গণভোট হোক। রাষ্ট্রপুঞ্জের অধীনে হবে ভোট। একটা কমিটি তৈরি করে হোক ভোট। আগুন নিয়ে খেলবার চেষ্টা করবেন না। সব কিছু ফিরে পাওয়া যায়। অস্তিত্ব হারিয়ে গেলে সেটা আর ফিরে পাওয়া যায় না।Related Articles
আগামী দিনে ভ্যাট বিহীন শহরে পরিণত হবে হাওড়া। পুরসভার মিশন নির্মল বাংলার অনুষ্ঠানে বললেন মন্ত্রী অরূপ রায়।
হাওড়া,২২ ফেব্রুয়ারি:- আগামী দিন হাওড়া শহর ভ্যাটবিহীন শহরে পরিণত হবে। সেই লক্ষ্যেই এখন থেকে কাজ শুরু হয়ে গেছে। শনিবার শরৎ সদনে মিশন ক্লিন অ্যান্ড গ্রিন হাওড়া প্রকল্পের আওতায় সলিড ওয়েস্ট ম্যানেজমেণ্ট নিয়ে এক অনুষ্ঠানে এসে একথা বলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, হাওড়া শহরকে পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। শহর পরিচ্ছন্ন […]
হাওড়া পুরনিগম এলাকায় ডেঙ্গুতে মৃত্যু শিশুর।
হাওড়া, ৩১ অক্টোবর:- হাওড়া পুরনিগমের ২৪নং ওয়ার্ডে এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃতার বাড়ি স্থানীয় যোগেন মুখার্জি লেনে। ওই এলাকায় গত দূর্গাপূজা থেকেই ডেঙ্গুতে আক্রান্ত বেশ কয়েকজন। এই মুহূর্তে ওই এলাকার অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন হাসপাতালে। শনিবার রাতে ওই শিশুর মৃত্যু হয়। মৃত শিশুর নাম রিয়া চক্রবর্তী (৮)। চলতি মাসের […]
ফের এক সপ্তাহের কড়া লকডাউন কোচবিহারে, রাজনৈতিক কর্মসূচী নিয়ে উঠছে প্রশ্ন।
কোচবিহার , ১৯ জুলাই:- এবার এক সপ্তাহের কড়া লকডাউন চলবে কোচবিহারে। রবিবার জেলা প্রশাসনের তরফে ওই লকডাউনের কথা ঘোষণা করা হয়। ওই লকডাউনের কথা জানিয়ে কোচবিহারের জেলা শাসক জানিয়েছেন, কোচবিহার পুর এলাকায় ওই লকডাউন করা হবে। এবার লকডাউন কড়াকড়ি করা হবে। গোষ্ঠী সংক্রমণের আভাস পেতেই গত ১৫ জুলাই থেকে কোচবিহার সহ উত্তরবঙ্গের পাঁচ শহরে লকডাউন […]