এই মুহূর্তে জেলা

আগামী ১০ জুনের মধ্যে রাজ্যের সাড়ে দশ লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরে আসবেন – মুখ্যমন্ত্রী।


নবান্ন,হাওড়া,৩ মে:- আগামী ১০ জুনের মধ্যে রাজ্যের বাসিন্দা সাড়ে দশ লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরে আসবেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তিনি বলেন ইতিমধ্যেই সাড়ে ৪ লক্ষ শ্রমিক ভিন রাজ্য থেকে ফিরে এসেছেন। আগামী কয়েকদিনের মধ্যে আরও দেড় লক্ষ শ্রমিক ফিরে আসবেন। রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের ফেরাতে চাইছেন না বলে বিভিন্ন মহলে অপপ্রচার চালানো হচ্ছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন।

এই অভিযোগ নস্যাৎ করে তিনি বলেন এ ধরনের নানা প্রচার করে পরিযায়ী শ্রমিকদের প্ররোচনা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অথচ যারা এ কাজ করছেন তারা ওই সব গরীব শ্রমিকদের কাছ থেকে রেল ভাড়ার টাকাও আদায় করছেন। অথচ রাজ্য সরকার বিপুল অর্থাভাব সত্ত্বেও শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনতে ট্রেন ভাড়া বাবদ ৪০ কোটি টাকা খরচ করছে। এছাড়া তাদের স্নেহের পরশ প্রকল্পে অর্থ সাহায্য করতে, সরকারি খরচে তাদের কোয়ারেন্টাইন সেন্টারে রাখতেও বহু কোটি টাকা খরচ করা হয়েছে। আগামী দিনেও পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার সবরকম পদক্ষেপ নেবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন।