এই মুহূর্তে জেলা

এই দুঃসময়েও মিথ্যা অপপ্রচার ও মানুষকে ভুল বোঝাচ্ছে বিরোধীরা , গোঘাটে সাংবাদিক সম্মেলনে তীব্র নিন্দা বিধায়কের।

শুভজিৎ ঘোষ, ৭ জুন:- হুগলি জেলার গোঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রবিবার সাংবাদিক বৈঠক করলেন নিজে অফিসে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোঘাটের বিধায়ক বললেন আমফান ও করোনা মোকাবিলায় বিজেপি ও সিপিএম কোনো কাজ করেনি,শুধু মিথ্যা অপপ্রচার চালিয়েছে এবং সাধারণ মানুষকে ভুল বোঝাছে। এদিন বিধায়ক বলেন করোনা ও আমফানের ফলে মানুষের হাতে টাকা নেই তাই সমস্ত মানুষ কথা ভাবা হোক।এছাড়া রেশন দুনীর্তি নিয়ে প্রতিবাদ জানান বিধায়ক।তিনি বলেন যখন বাংলায় এই দুঃসময়ে মানুষ দিশেহারা এবং করোনা ও আমফনের মত জোড়া বিপর্যয় মানুষের প্রাণ বাঁচানো যায় সেই সময় বিজেপির একদল অবিবেচক নেতা তারা উঠে পড়ে লেগেছেন কি করে বাংলাকে অপমান করা যায় ।

করোনার আবহে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত তিন মাস ধরে মানুষের পাশে থেকেছেন তার নির্দেশে রাজ্যের কোনায় কোনায় তৃণমূল কর্মীরা দুস্থ মানুষের অসহায় মানুষের পাশে থেকেছেন সেই সময় এই সমস্ত বিজেপি নেতৃবৃন্দ তারা ঘরের কোণে বসে ছিলেন। এখন সুযোগ বুঝে তারা ময়দানে নেমে পড়েছেন বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছে এবং কিছু কিছু জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কাজে লিপ্ত হয়েছেন। ফেক ভিডিও ফেক নিউজ এ তারা সোশ্যাল মিডিয়া ভরে দিচ্ছে এটা অত্যন্ত অন্যায় এবং অবিবেচকের মত কাজ। বাংলার এই বিপদের দিনে যখন তাদের নির্বাচিত সাংসদদের পথে মানুষের পাশে দাঁড়াবার কথা তখন তারা ভয়ে গর্তে ঢুকে পড়েছিলেন ।বাংলার মানুষ সবকিছু দেখছেন তারা এর বিচার করবেন এবং বাংলার মাটি থেকে বিজেপি সহ অন্যান্য দলকে চিরতরে বিদায় জানাবে।