হাওড়া,১ জুন:- দেশজুড়ে টানা লকডাউনের জেরে এতদিন পর্যন্ত বন্ধ ছিল জলপথ পরিষেবা। শেষপর্যন্ত লকডাউনের ৭১ দিনের মাথায় আজ সোমবার পয়লা জুন থেকে ফের চালু হল জলপথ পরিষেবা। প্রতি এক ঘন্টা অন্তর এই পরিষেবা দেওয়া হচ্ছে। চল্লিশ শতাংশ যাত্রী নিয়েই এখন পরিষেবা চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই জনপথ পরিষেবা দেওয়া হবে। বলা হয়েছে, যাত্রীদের যেমন করোনা-বিধি মেনে সোস্যাল ডিসট্যান্স বজায় রাখতে হবে, মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে ঠিক তেমনই জলপথ পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের প্রত্যেককে মাস্ক, হ্যান্ড গ্লাভস পরে ডিউটি করতে হবে এবং পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। সেই ছবি দেখা গেল আজ সকালে। যাত্রীদের প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করা হয়। আপাতত নিরাপত্তার কারণে অল্প সংখ্যক যাত্রী নিয়েই আজ থেকে হাওড়া কলকাতার মধ্যে ৯টি রুটে লঞ্চ পরিষেবা চালু হল। ছোট লঞ্চগুলিকেই প্রথমে এই পরিষেবার কাজে ব্যবহার করা হচ্ছে। এই পরিষেবা আজ থেকে চালু হওয়ায় এরফলে উপকৃত হলেন লঞ্চের যাত্রীরা।
Related Articles
কোচবিহারের আন্দোলন করতে গিয়ে বিএসএনএল কর্মীদের হাতে হেনস্থার শিকার প্রাক্তন সেনাকর্মীরা
কোচবিহার , ৮ অক্টোবর:- কাজে পূনর্বহালের দাবীতে আন্দোলন করতে গিয়ে বিএসএনএল কর্মীদের সাথে বচসা প্রাক্তন সেনাকর্মীদের। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। অভিযোগ, এতদিন প্রাক্তন সেনাকর্মীরাই নিরাপত্তার দায়িত্বে ছিলেন ভারত সঞ্চার নিগম লিমিটেড এর কোচবিহার জেলার সব দপ্তর গুলিতে। কিন্তু ২০১৯ এর অক্টোবরে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রাক্তন সেনাকর্মীদের ছাঁটাই করে দেওয়া হয়। […]
গাঁজা চাষ আটকাতে যৌথ অভিযান পুলিশ-বিএসএফের, দুইদিনে ৩০০ বিঘা জমির গাঁজা গাছ নষ্ট।
কোচবিহার,৩১ জানুয়ারি:- এবার বেআইনি ভাবে চাষ করা গাজা গাছ নষ্ট করতে যৌথ ভাবে অভিযানে নামল পুলিশ ও বিএসএফ। আজ শীতলকুচি থানা এলাকার মাঘপালা ও ভোগডাবরি এলাকায় পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে প্রায় ১০০ বিঘা জমির গাঁজা চাষ নষ্ট করা হয়। এদিন এই অভিযানে ছিলেন মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) শুভেন্দু মন্ডল, মাথাভাঙার সিআই প্রণব সাউ, […]
লঞ্চ ঘাট গুলি পরিদর্শনে পরিবহণ দফতরের আধিকারিকরা।
হুগলি , ১৯ জুন:- লকডাউনে নিত্য যাত্রী দের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর হুগলি চন্দননগর থেকে ফেয়ারলী শ্রীরামপুর থেকে ফেয়ারলী রিষরা থেকে ফেয়ারলী উত্তরপাড়া থেকে থেকে ফেয়ারলী প্রভৃতি স্থানে যাতায়াত করার জন্য লঞ্চ ফেরি সার্ভিস চালু করেছে সরকার। আজ পরিবহণ দফতরের আধিকারিকরা এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এই সমস্ত লঞ্চ ঘাট গুলি পরিদর্শন করেন। এবং নিত্য […]