এই মুহূর্তে কলকাতা

রেল দুর্ঘটনার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে খুব প্রকাশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৮ জুন:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন তদন্তে অহেতুক তাড়াহুড় করা হচ্ছে। আসল সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর তা থেকে নজর পড়ানোর জন্য রাজ্যে সিবিআইকে সক্রিয় করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন , রেলের বেহাল পরিকাঠামোর কথা সি এজির রিপোর্টেও উঠে এসেছে। রেলের নিরাপত্তা তহবিলের টাকা দিয়ে ফুট ম্যাসিওর কেনা হয়েছে।

এটা বিরাট বড় কেলেঙ্কারি। করমন্ডল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার তহবিল নিয়ে বিরোধীদের তোলা অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, বিপর্যয় মোকাবিলা দফতরের তহবিল থেকে ওই অর্থ সাহায্য করা হয়েছে। তবে শ্রম দপ্তর থেকেও এই সহায়তা দিতে কোন বাধা ছিল না।রাজ্য সরকার তার নিজস্ব তহবিলের টাকা কিভাবে খরচা করবে তা একেবারেই সরকারের অভ্যন্তরীণ ব্যাপার।