কলকাতা , ২ অক্টোবর:- অতিমারীর আবহে প্রায় সাত মাস বন্ধ থাকার পর বিধানসভার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির বৈঠক আগামী সপ্তাহ থেকে ফের শুরু হচ্ছে। বিধানসভার বিভিন্ন দপ্তরের ৪১টি স্ট্যান্ডিং কমিটি যাতে পুজোর ছুটির আগে অন্তত একটি করে বৈঠক করে সে ব্যাপারে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। গতকাল তিনি বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বাম পরিষদের নেতা সুজন চক্রবর্তী প্রমূখ উপস্থিত ছিলেন। বৈঠকে সকলেই স্ট্যান্ডিং কমিটির বৈঠক পুনরায় শুরু করার ব্যাপারে একমত হয়েছেন বলে বিধানসভা সূত্রে খবর।
সেইমতো বিধান সভার সচিবালয়কে বৈঠকের দিনক্ষণ স্থির করতে বলা হয়েছে। অধ্যক্ষ বলেন, সরকারি কাজের উপর নজরদারির পাশাপাশি পরামর্শ দেওয়ার জন্যই এই কমিটিগুলি তৈরি। এখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এই অবস্থায় ফের বৈঠকগুলি শুরু করা উচিত। পুজোর আগে সব কমিটিকেই অন্তত একটি বৈঠক করতে হবে বলে স্থির করা হয়েছে। ট্রেন চলাচল এখনো স্বাভাবিক না হয় দূরবর্তী এলাকার বিধায়করা বিধানসভার কর্মসূচিতে অংশ নিতে অসুবিধার সম্মুখিন হচ্ছেন।সে কথা উল্লেখ করে বিভিন্ন দলের নেতারা ট্রেন পরিষেবা অবিলম্বে স্বাভাবিক করার ব্যাপারে রাজ্য সরকারকে উদ্যোগী হতে আবেদন জানিয়েছেন।