হাওড়া,১ জুন:- পঞ্চম দফার লকডাউনে কন্টেনমেন্ট জোনের বাইরে বাকি সব এলাকায় পরিস্থিতি আজ থেকে স্বাভাবিক হল হাওড়াতেও। আজ সকাল থেকে হাওড়া ব্রিজ ছিল পুরানো ছন্দেই। হাওড়া ব্রিজ দিয়ে সরকারি, বেসরকারি বাস, মিনিবাস, প্রাইভেট গাড়ি যাতায়াত করতে দেখা যায় সকাল থেকেই। সব আসনে যাত্রী নিয়েই বাসগুলি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। অফিস টাইমে যাত্রীদের ভীড় ছিল। হাওড়া ময়দান – শিয়ালদহ, হাওড়া ময়দান – বেহালা সহ বিভিন্ন রুটের বেসরকারি বাস, মিনিবাস এদিন দেখা গেছে। অনেকেই বাসের ভীড় এড়িয়ে সাইকেল নিয়েই হাওড়া ব্রিজ পার হয়েছেন। সাইকেল নিয়েই গন্তব্যস্থলে রওনা হয়েছেন।