হুগলী,১৬ ডিসেম্বর:- গতকাল নাগরিকত্ব সংশোধনী বিল এর প্রতিবাদে মিছিল থেকে বিজেপির কর্মীদের মারধর ও দলীয় কার্যালয় এ আগুন লাগানোর প্রতিবাদে দুর্গাপুর রোড অবরোধ বিজেপি সভাপতি শ্যামল বোস এর নেতৃত্বে।ডানকুনি দুর্গাপুর রোড অবরোধ। ৪ জন কার্যকর্তা দের বেধড়ক মারধর করে কিছু দুষ্কৃতী। তার প্রতিবাদে গনতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চলাকালীন জেলা সভাপতি শ্রী শ্যামল বোস মহাশয়ের উপর পুলিশ আক্রমণ করে বলে বিজেপির অভিযোগ। ভারতীয় জনতা পার্টির শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি শ্যামল বোস বলেন ক্যাব বিল লোকসভা ও রাজ্যসভায় পাস হবার পর থেকেই রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। তখন প্রশাসনের দেখা মিলছে না । বিজেপির শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ সক্রিয় হয়ে যাচ্ছে।






