এই মুহূর্তে জেলা

সচিন টেন্ডুলকারের জন্মদিনের দিনে  মৃত্যু হলো ময়দানের ক্রীড়াপ্রেমী চিত্র সাংবাদিক রনোজয় রায় এর।

অঞ্জন চট্টোপাধ্যায়,২৪ এপ্রিল:- কলকাতা ময়দানে সাংবাদিকতা তে নক্ষত্র পতন চলে গেলেন চিত্র সাংবাদিক রনি রায় – সাংবাদিকরা এমন পাহারাদার যারা গোটা রাস্তায় আলো জ্বালাবার দায়িত্বে থাকে।  কিন্তু তার নিজের ঘরে অন্ধকার। গোটা দুনিয়ার খবর নিলেও তার খবর কেউ নেয় না।  কিন্তু এই পেশাতে আবেগ আছে সেখানে কিছু ব্যক্তি এমন আছে যাদের কিছু হলে সেটা দাবানল এর মতো ছড়িয়ে যায়।  সেলেব্রেটিরাও অবাক হয়ে চোখে জল আনেন।  ঠিক তেমনি হলো সচিন টেন্ডুলকার এর জন্মদিনের দিনে  মৃত্যু হলো ময়দান এর খেলাপ্রেমি চিত্র সাংবাদিক রনোজয় রায় এর। তবে ময়দান ও তারকা দের কাছে রনি দা নামেই জনপ্রিয় ছিলেন। প্রায় ৩ দশক এর ওপর বাংলার প্রথম সারির দৈনিক এ ছবি তুলেছেন। খেলার মাঠ মূল জায়গা হলেও অন্য জায়গাতেও ছিল অবাধ বিচরণ। জ্যোতি বসুর বহু জনপ্রিয় ছবি তিনি তুলেছিলেন। খেলার মাঠে তো ভুরি ভুরি বিখ্যাত ছবি তার হাতে তোলা। ময়দান ও খেলাপ্রেমী মানুষটিকে সৌরভ, সচিনরা এক নাম চিনতেন। শুক্রবার দুপুরে শ্বাসকষ্ট জনিত সমস্যা ও সুগার ফল্ট করে ৫৭ বছর বয়স এ অকাল প্রয়াণ হলো কলকাতা বাঙুর হাসপাতাল এ।  ময়দান এ বহু সাংবাদিক ও চিত্র সাংবাদিক দের উত্থান এর পেছনে রয়েছে রনি রায়। খেলাপ্রেমী মানুষটির জন্য করোনা ভীত ময়দান এ শোকের ছায়া।পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শোক বার্তা পাঠানো হয়েছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.