সুদীপ দাস,২৮ এপ্রিল:- জীবন বীমাই দুশ্চিন্তা ডেকে নিয়ে এসেছে লকডাউনের জীবনে। লকডাউন শুরু হওয়ার পর থেকে বন্ধ ভারতীয় জীবন বীমা নিগমের সমস্ত অফিস। কিন্তু দেশের স্বরাষ্ট্র মন্ত্রক স্থানীয় প্রশাসনের আপত্তি না থেকলে জনজীবনের সাথে জড়িত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি গত ২০শে এপ্রিল থেকে খোলার নির্দেশিকা জারি করে। সেই ক্ষেত্রগুলির মধ্যে বেসরকারী বীমা সংস্থাগুলির সাথে এল.আই.সি কেও ধরা হয়। তবে তারপরও খোলেনি চুঁচুড়ার এল.আই.সি অফিস। শুধু চুঁচুড়া নয় হাওড়া ডিভিসনের মধ্যে পরা হুগলি জেলায় ভারতীয় জীবন বিমা নিগমের ৮টি শাখার মধ্যে ৬ টিই বন্ধ বলে সুত্রের খবর। ফলে মহা ফাঁপরে পরেছেন গ্রাহক থেকে শুরু করে এজেন্টরা। অফিস বন্ধ থাকায় একাধারে যেমন প্রিমিয়াম জমা দেওয়া যাচ্ছে না, তেমনই ম্যাচুয়েরড হওয়া গ্রাহকরা বীমার টাকাও পাচ্ছেন না। চুঁচুড়া পিপুলপাতির বাসিন্দা অমিত কুমার দত্ত স্ত্রীর নামে ২০বছরের বীমা করেছিলেন। আগামীকাল যা ম্যাচুয়েরড হওয়ার কথা। কিন্তু অমিতবাবু সেই টাকা কি করে পাবেন তা নিয়েই চিন্তিত। অন্যদিকে চুঁচুড়ার এল.আই.সি এজেন্ট ভাস্কর সেনগুপ্ত বলেন কর্তৃপক্ষ নিজেদের মর্জিতে অফিস বন্ধ করে রেখেছেন। ফলে এই লকডাউনের মত সংকটজনক সময়ে মানুষ দরকারে বীমা অফিস থেকে একদিকে যেমন লোনও তুলতে পারছেন না অন্যদিকে তেমন প্রিমিয়াম জমা দেওয়া থেকে শুরু করে ম্যাচুরিটি হওয়া টাকাও তুলতে পারছেন না।
Related Articles
লেন্স হাতে বিধায়ক।
হাওড়া , ১৩ আগস্ট:- বৃহস্পতিবার সাতসকালে বালির ঘোষপাড়ায় পরিযায়ী পাখির ছবি তুলতে নিজেই হাজির হয়ে যান বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেন ( রাজা )। এবার আর রাজনীতির ক্ষেত্র হিসেবে নয় এদিন বিধায়ক এসেছিলেন পক্ষীপ্রেমী হিসাবে। সকাল সকাল প্রফেশনাল ক্যামেরাম্যানের মতো লেন্স হাতে করে রেললাইনের পথ হেঁটে বালি ঘোষপাড়া ঝিলে পৌঁছে ক্যামেরা স্ট্যান্ড নিয়ে বিধায়ক নিজেই […]
সিপিএমের হার্মাদরা এখন বিজেপির জল্লাদ হয়েছে – ছত্রধর মাহাতো।
পশ্চিম মেদিনীপুর , ১১ জানুয়ারি:- সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের দেবগ্রাম অঞ্চলের ছাতনি গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক কর্মীসভার আয়োজন করা হয়। ওই কর্মী সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো, বিধায়ক শ্রীকান্ত মাহাতো, জেলাপরিষদের সদস্য অঞ্জনা মাহাতো সহ আরো অনেকে। তৃনমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো তার ভাষণে বলেন ২০০৯ – […]
ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অন্বেষা মন্ডলকে ধর্ষণ ও খুনের ঘটনায় দুই অভিযুক্ত কে ফাঁসির সাজা দিলো চুঁচুড়া আদালত।
হুগলি,২৭ জানুয়ারি:- বলাগড়ের জিরাটের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী অন্বেষা মন্ডলকে মুক্তিপনের জন্য অপহরন করে গনধর্ষন, খুনের ঘটনায় রায় ঘোষনা করল চু্ঁচুড়া আদালত।২০১৪ সালের সারা ফেলে দেওয়া এই ঘটনায় অভিযুক্ত ছিলো তিনজন।গৌরব মন্ডল ওরফে শানু,কৌশিক মালিক ও স্বরূপ মজুমদার।এই তিনজনকেই গ্রেফতার করে বলাগড় থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৩৬৩,৩৬৪/এ,৩৭৬(২),৩০২,২০১,৩৪ ও ৬ পকসো ধারায় মামলা রুজু হয়। […]