পূর্ব বর্ধমান,২৮ এপ্রিল:- স্টেশন সংলগ্ন এলাকা থেকে বাজার তুলে দেওয়ার কথা বলায় রুষ্ট হলেন শাসকদলের শ্রমিক নেতা ।ঘটনার সূত্রপাত হয় বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকার বাজার থেকে বিনা পয়সায় সবজি নেওয়াকে কেন্দ্রকে নিয়ে । স্টেশন বাজারের দোকানদাররা বিনা পয়সায় সবজি দিতে অস্বীকার করেন।এতেই মতবিরোধ দেখা দেয় । বর্ধমান জেলা শ্রমিক নেতা ইফতিকার আহমেদ দাবি করেন, পুলিশ স্টেশন বাজার সংলগ্ন এলাকার তরকারির ও ফল বিক্রেতাদের দোকান তুলে দেবার কথা বলেছেন। এ বিষয়ে ইফতিকার আহমেদ বলেন লকডাউন এর পরিস্থিতিতে মানুষজনদের নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রয় বন্ধ করা ঠিক নয়। আরো বলেন বেশ কিছু মানুষের এখান থেকে রুজি রুটির সংস্থান হচ্ছে ।এই মানুষ গুলো কথায় যাবে।তিনি হুসিআরী দিয়ে বলেন এই বাজার বন্ধ করলে বর্ধমানের শ্রমিক ইউনিয়নের তত্ত্বাবধানে যে সব বাজার বসে সব বন্ধ করে দেওয়া হবে। তিনি আরো দাবি করেন সিপিএম ও বিজেপির এই সব চক্রান্তকে বরদাস্ত করা হবে না । এরপর বলেন ওইসব দলের কর্মীরা সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতাদের নামে বিভিন্ন রকম কুৎসা রটাচ্ছে ।এসব কোনভাবেই মেনে নেওয়া যাবে না।
Related Articles
ব্যান্ডেল থেকে মগরা থার্ড লাইনের কাজের দরুন আগামী চোদ্দদিন চার ঘন্টা করে বন্ধ থাকবে ট্রেন।
সুদীপ দাস, ১১ মে:- হাওড়া-বর্ধমান মেন লাইনের ব্যান্ডেল থেকে মগরা পর্যন্ত তৃতীয় লাইনের কাজের জন্য ১৪ দিন ৪ ঘন্টা করে ট্রেন বন্ধ থাকবে। হুগলী স্টেশন থেকে মগরা স্টেশন এর মধ্যে ব্যান্ডেল থেকে মগরা পর্যন্ত তৃতীয় লাইনের কাজ প্রায় শেষের পর্যায়ে। তবে বাকি রয়েছে ইন্টারলকিং সিস্টেম ও ক্রসিংয়ের কাজ। সেই সমস্ত কাজের জন্য রেল কর্তৃপক্ষের তরফ […]
পুজোর মূখে হাওড়ায় বেসরকারি অর্থলগ্নিকারী সংস্থায় ভয়াবহ ডাকাতি। কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার হল চোরাই মাল।
হাওড়া , ১৭ অক্টোবর:- পুজোর ঠিক আগেই হাওড়ার জগাছা থানা এলাকায় একটি ফাইন্যান্স কোম্পানিতে দিনেদুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। পুলিশি তৎপরতায় ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার হয়েছে ডাকাতি হওয়া কয়েক কিলোগ্রাম সোনার গয়না ও নগদ কয়েক লক্ষ টাকা। পুলিশের অভিযানে বর্ধমানের কাছে চোরাই মাল সমেত গাড়ি ফেলে রেখেই ধানখেত দিয়ে পালিয়ে যায় দূষ্কৃতিরা। জানা গেছে, […]
আংশিক লকডাউন কঠোর ভাবে মেনে চলতে হাওড়ায় পথে পুলিশ।
হাওড়া , ১১ মে:- করোনা সচেতনতায় হাওড়ার মালিপাঁচঘড়া থানার উদ্যোগে সোমবার দিনভর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় বাজার, রোড সহ সংলগ্ন এলাকায় থানার আইসি অমিত কুমার মিত্রের নেতৃত্বে স্যানিটাইজ হয়। হরগঞ্জ বাজার, শ্রীঅরবিন্দ রোড সহ সংলগ্ন এলাকায় এদিন স্যানিটাইজেশনের পাশাপাশি করোনা বিধি মেনে চলতে এবং করোনা সচেতনতায় ট্যাবলো বের করা হয় পুলিশের তরফ থেকে। […]