এই মুহূর্তে জেলা

স্টেশন এলাকা থেকে বাজার তুলে দেওয়ার কথা বলায় রুষ্ট শাসকদলের শ্রমিক নেতা ।

পূর্ব বর্ধমান,২৮ এপ্রিল:-  স্টেশন সংলগ্ন এলাকা থেকে বাজার তুলে দেওয়ার কথা বলায় রুষ্ট হলেন শাসকদলের শ্রমিক নেতা ।ঘটনার সূত্রপাত হয় বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকার বাজার থেকে বিনা পয়সায় সবজি নেওয়াকে কেন্দ্রকে নিয়ে । স্টেশন বাজারের দোকানদাররা বিনা পয়সায় সবজি দিতে অস্বীকার করেন।এতেই মতবিরোধ দেখা দেয় । বর্ধমান জেলা শ্রমিক নেতা ইফতিকার আহমেদ দাবি করেন, পুলিশ স্টেশন বাজার সংলগ্ন এলাকার তরকারির ও ফল বিক্রেতাদের দোকান তুলে দেবার কথা বলেছেন। এ বিষয়ে ইফতিকার আহমেদ বলেন লকডাউন এর পরিস্থিতিতে মানুষজনদের নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রয় বন্ধ করা ঠিক নয়। আরো বলেন বেশ কিছু মানুষের এখান থেকে রুজি রুটির সংস্থান হচ্ছে ।এই মানুষ গুলো কথায় যাবে।তিনি হুসিআরী দিয়ে বলেন এই বাজার বন্ধ করলে বর্ধমানের শ্রমিক ইউনিয়নের তত্ত্বাবধানে যে সব বাজার বসে সব বন্ধ করে দেওয়া হবে। তিনি আরো দাবি করেন সিপিএম ও বিজেপির এই সব চক্রান্তকে বরদাস্ত করা হবে না । এরপর বলেন ওইসব দলের কর্মীরা সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতাদের নামে বিভিন্ন রকম কুৎসা রটাচ্ছে ।এসব কোনভাবেই মেনে নেওয়া যাবে না।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.