হাওড়া, ৩০ নভেম্বর:- নিম্নচাপের জেরে সকাল থেকে হালকা বৃষ্টি হাওড়াতেও। মেঘলা আকাশ, শীতের আমেজ। আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী আজ সন্ধ্যে নাগাদ আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশের বুকে বঙ্গোপসাগরের থেকে ওঠা নিম্নচাপ। সেই নিম্নচাপের ঘূর্ণিঝড়ের কারণেই আজ সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। সকাল থেকেই শুরু হয়ে যায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি।
এই বৃষ্টির জেরে সাধারণ মানুষের কর্মজীবনে কিছুটা হলেও ছেদ পড়ে। আবহাওয়া দপ্তরের পূর্বের ঘোষণা অনুযায়ী এই নিম্নচাপের ফলে আবহাওয়ার স্বাভাবিক তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও কিন্তু আবহাওয়াতে সামান্য বাতাস ও অকাল বর্ষণের ফলে ঠান্ডার আমেজ লক্ষ্য করা যাচ্ছে।