সুদীপ দাস, ২৭ জানুয়ারি:- ২ রা মে’র পর থেকেই ঘরছাড়া হুগলীর বলাগর ব্লকের বেশকয়েকটি বিজেপি পরিবার। সকলেই বলাগরের জেডপি-১৬ মন্ডলের বাসিন্দা। অভিযোগ তৃণমূলের আশ্রিত দুঃষ্কৃতিদের হুমকির ভয়ে ঘরমুখো হতে পারছেন না তাঁরা। টানা সাত মাস পর ঘরছাড়াদের ঘরে ফেরাতে বৃহস্পতিবার বলাগরে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, হুগলী সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার, যুব সভাপতি সুরেশ সাউ সহ অন্যান্যরা।
বলাগর ব্লকের মোক্তারপুরে স্থানীয় মন্ডল সভাপতি বেচু নায়েকের বাড়িতে গিয়ে তাঁরা ঘরছাড়াদের নিয়ে বৈঠকে বসেন। তখনও ঠিক ছিলো সেখান থেকেই বিজেপি নেতৃত্ব সদলবলে ঘরছাড়াদের ঘরে পৌঁছে দেবে। কিন্তু টানা প্রায় দেড় ঘন্টা ধরে বৈঠকের পরও এদিন কাউকেই ঘরে ফেরানো যায়নি। বাধ্য হয়েই এদিন ঘরছাড়াদের নিয়ে বেচুবাবুর উঠোনে সাংগঠনিক বৈঠক করেন সুকান্ত মজুমদার। এদিন সুকান্তবাবু বলেন পুলিশের অনুরোধে আপাতত ১৫দিনের জন্য সময় দেওয়া হয়েছে। ১৫ দিন অর্থাৎ আগামী মাসের ১২ তারিখের মধ্যে পুলিশ এইসমস্ত ঘরছাড়া পরিবারদের ঘরে না ফেরালে আমি নিজে হুগলী জেলার সমস্ত কর্মীদের বলাগরে নিয়ে এসে তাঁদের ঘরে ফেরাবো।