এই মুহূর্তে জেলা

মজুরির দাবিতে ফের উত্তাল হুগলি-চুঁচুড়া পুরসভা।


হুগলি, ৩০ নভেম্বর:- মজুরির দাবিতে ফের উত্তাল হুগলি-চুঁচুড়া পুরসভা। নিয়ম মেনে শনিবার মাসের শেষ দিন বোর্ড মিটিং ছিল। সেই মিটিং হলের দরজায় দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হলেন শ্রমিকেরা। শ্রমিকদের বেতন দেওয়া, ৬৫ বছরে শ্রমিকদের বসাতে হলে ৫ লক্ষ টাকা দিতে হবে সহ মোট ৫ দফা দাবি বোর্ড মিটিং চলাকালীন তুলে ধরেন শ্রমিকেরা।

সেই দাবি নিয়ে ফের আলোচনা শুরু করেছে কর্তৃপক্ষ। এক কথায় শহরের উন্নয়ন সংক্রান্ত বোর্ড মিটিং শ্রমিকদের দাবি মেটানোর আলোচনায় পরিণত হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ এসে উপস্থিত হয়েছে। দাবি না মেটা পর্যন্ত শ্রমিকরা এক পাও নড়বেন বলে জানিয়ে দিয়েছেন।