হাওড়া , ১৩ নভেম্বর:- পুরভোটের আগে হাওড়া পুরসভা থেকে পৃথক করা হলো বালি পৌরসভাকে। শুক্রবারই বিধানসভায় সেই মর্মে প্রস্তাব পাশ হয়েছে। পৃথক হওয়ার আগে পর্যন্ত হাওড়া পুরসভার অধীনে মোট ৬৬টি ওয়ার্ড ছিল। ১৬টি ওয়ার্ড নিয়ে হাওড়া পুরসভা থেকে পৃথক হল বালি পৌরসভাকে। মূলত নাগরিক পরিষেবাকে মাইক্রো লেভেলে পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার বিধানসভায় বালিকে আলাদা পৌরসভা ঘোষণা করার পর শনিবার সকাল থেকেই তৎপরতা লক্ষ্য করা গেল। বালি পৌরসভার অফিসে হাওড়া পুরনিগমের বোর্ড খুলে দিয়ে বালি পৌরসভার সাইনবোর্ডের ব্যবস্থা করা হলো। বালিকে পৃথক পৌরসভা হিসেবে ঘোষণা করায় রাজ্য সরকারের সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ থেকে বালি পৌরসভার সমস্ত কর্মচারীবৃন্দও।