এই মুহূর্তে জেলা

বিশ্বকর্মা পুজোয় তারস্বরে বক্স বাজানোয় থমকালো প্রতিবাদীদের পথনাটক, থেকে বচসা হাতাহাতি কোন্নগরে।

হুগলি, ১৭ সেপ্টেম্বর:- টোটো স্ট্যান্ডে বিশ্বকর্মা পুজোর বক্স তারস্বরে বাজানোয় আর জি কর প্রতিবাদীদের পথনাটকে অসুবিধা হচ্ছিল,বক্সের আওয়াজ কমানোর কথা বলায়,বচসা থেকে হাতাহাতি।কোন্নগর ২ নম্বর কলোনী বাজারে ঘটনাস্থলে পুলিশ। উত্তরপাড়া পুরসভার ২ নং ওয়ার্ডের কলোনী বাজার এলাকায় আর জি কর প্রতিবাদীদের একটি পথনাটক চলছিল সোমবার রাতে। পাশেই কোন্নগর পুরসভার ১৯ নং ওয়ার্ডে একটি টোটো স্যান্ডে বিশ্বকর্মা পুজো উপলক্ষে জোরে বক্স বাজানো হচ্ছিল। প্রতিবাদীদের নাটক করতে অসুবিধা হওয়ায় বক্সের আওয়াজ কমাতে বলেন তৃনমূলের টোটো ইউনিয়নের সদস্যদের।

তা নিয়েই বচসা থেকে হাতাহাতি শুরু হয়।মদ্যপ অবস্থায় তাদের হেনস্তা করা হয় বলে অভিযোগ প্রতিবাদী মহিলাদের।অভিযোগ মানেনি টোটো ইউনিয়ন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তরপাড়া থানার পুলিশ।দুই পক্ষের সঙ্গে কথা বলে। মহিলারা পুলিশের কাছে একটি মাস পিটিশান জমা দেয়। স্থানীয় তৃনমূল কাউন্সিলর চন্দন মন্ডল বলেন,প্রতিবাদটা এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমরাও প্রতিবাদ করেছি।যারা বিশ্বকর্মা পুজো করছে তারা কোনো ভুল করেনি। পতাকা ছাড়া সিপিএম প্রতিবাদ করছে।