এই মুহূর্তে জেলা

৫৩ কে জয় করে ৫৪ তে বিজয়।


তরুণ মুখোপাধ্যায়, ১৬ সেপ্টেম্বর:- আজ সোমবার ছিল রিষড়া পুরসভার পুর প্রধান তথা তৃণমূল নেতা বিজয় সাগর মিশ্রের ৫৪ তম জন্মদিন। এদিন সকাল থেকে তার বাড়িতে দল মত নির্বিশেষে অগণিত মানুষ এসে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যান।

এর মধ্য তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতারা যেমন ছিলেন এর সঙ্গে সঙ্গে তার সতীর্থ পুর সদস্যগণ ও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্থতা কামনা করেন। এবং তার হাতে পুষ্প স্তবক তুলে দেন। এ ব্যাপারে বিজয়বাবু জানান আমি আপ্লুত, দলমত নির্বিশেষে রিসরার সমস্ত মানুষ আমাকে নিজেদের ঘরের ছেলে বলে মনে করেন।

আজকের দিনে আমি সমস্ত রিষড়ার গুরুজনদের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা। তাদের এই ভালোবাসার প্রতিদান আমি যেন সারা জীবন ধরে দিয়ে যেতে পারি ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি। টাইম লাগবেনা যেদিন ছিলেন পুর সদস্য মনোজ গোস্বামী, কৌশিক মুখার্জী, প্রাক্তন কাউন্সিলর শুভজিৎ সরকার, প্রদীপ রাজভর সহ অন্যান্যরা।