হুগলি, ১৮ ফেব্রুয়ারি:- বাতিল হয়ে যাওয়া সাফাই বিভাগের একাধিক সরঞ্জামকে পুনর্ব্যবহার করে অভিনব প্রদর্শনী করল বৈদ্যবাটি পুরসভা। শনিবার শেওড়াফুলি কৃষক বাজারে ফিতে কেটে প্রদর্শনীর সূচনা করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া উপস্থিত ছিলেন এ দিন প্রদর্শনীর সূচনা করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ছিলেন বিধায়ক অরিন্দম গুঁই,বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো, কাউন্সিলর সুবীর ঘোষ, অমৃত ঘোষ, শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী এবং বৈদ্যবাটি পুরসভার স্যানিটারি ইনস্পেকটর কৃষেন্দু কুন্ডু।
এ বিষয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,পরিবেশ পরিচ্ছন্নতা ও বর্জ্যের পুর্নব্যবহার প্রকল্পে বরাবর বৈদ্যবাটি পুরসভা সামনের সাড়িতে ছিল।সেই ধারা অক্ষুন্ন রেখেছে। বিধায়ক অরিন্দম গুঁই বলেন, প্লাস্টিক ও জঞ্জাল মুক্ত শহর তৈরীর লক্ষ্যে পুরসভা আগাগোড়া কাজ করে চলেছে। এটা তারই নিদর্শন। পুরসভার সাফাই বিভাগের দায়িত্বে থাকা কাউন্সিলর অমৃত ঘোষ বলেন,বাতিল ও খারাপ হয়ে পড়ে থাকা সাফাই বিভাগের সরঞ্জাম গুলি কে আবার ব্যবহার করার পথ দেখিয়েছেন পুরসভার সাফাই কর্মীরা। প্রতিদিন কাজের পর সাফাই কর্মীরা নিজেরাই শ্রম দিয়ে মডেল তৈরি করেছেন।পুরপ্রধান পিন্টু মাহাতো বলেন, আমি সাফাই কর্মীদের এই উদ্যোগ কে কুর্নিশ জানাই। এই উদ্যোগ আগামী দিনে মডেল হবে।