এই মুহূর্তে জেলা

দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা।

হাওড়া, ১২ নভেম্বর:- রাতে দ্বিতীয় হুগলি সেতুর উপর বড়োসড়ো দুর্ঘটনা। হাওড়া থেকে বন্দর যাওয়ার পথে কন্টেনার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে ঢুকে পড়ে অন্যদিকের লেনে। এর জেরে সাময়িক বন্ধ হয়ে যায় যান চলাচল। কলকাতা থেকে হাওড়া আসার রাস্তা বন্ধ হয়ে যায় প্রায় ঘন্টা চারেক।

তিনটি হাইড্রোলিক ক্রেন এনেও কন্টেনার বোঝাই ট্রাক সরাতে কার্যত হিমশিম খায় পুলিশ। কোনওরকমে ট্রাকের নিয়ন্ত্রণ আনে চালক। অল্পের জন্য ব্রিজের শেষ রেলিং ভেঙে ট্রাক নিচে পড়ার হাত থেকে রক্ষা পায়।