হাওড়া,১ এপ্রিল:- নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকার ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন জারি করেছে। অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া সার্বিকভাবে লকডাউন মেনে চলতে হবে। আগামী দুই সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। অকারনে রাস্তায় ঘুরে বেড়াবেন না। আড্ডা মারবেন না। এর জন্য অনেক সময় পাবেন। মানুষকে ভালো রাখতে হবে। এর জন্যই কমপ্লিট লকডাউন মানতে হবে। পাশাপাশি তিনি এও জানান অযথা এনিয়ে আতঙ্কিত হবার প্রয়োজন নেই। সচেতন থাকুন। অনেক ক্ষেত্রে সাধারণ জ্বর সর্দি-কাশি নিউমোনিয়ার রোগীকে রোগী বলে দেওয়া হচ্ছে। কেন্দ্রের কাছ থেকে ২৫ হাজার কোটি টাকা অনুদান চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী চিঠিতে জানিয়েছেন, বন্ধ রয়েছে সব ধরনের বাণিজ্যিক কেন্দ্র। এর ফলে অন্যান্য রাজ্যের মতোই রাজ্যের আর্থিক অবস্থার হাল শোচনীয়। সম্প্রতি কেন্দ্রীয় সরকার ডিভলিউশনের হার কমিয়ে দেওয়ায় কেন্দ্রের কাছ থেকে রাজ্য সরকার এবার ১১ হাজার কোটি টাকা পাবে না। এছাড়াও বিভিন্ন খাতে কেন্দ্রের থেকে ৩৬ হাজার কোটি টাকা রাজ্যের পাওনা রয়েছে। তার উপরে বাম আমলের ঋণের বোঝা রয়েছে। এসব সত্ত্বেও খুব কষ্ট করে সরকারি কর্মচারীদের মাইনে পেনশন মজুরি দিতে হচ্ছে। তবে ভবিষ্যতে কি হবে তা অনিশ্চিত হয়ে পড়ছে ক্রমশ। কয়েকটি বড় রাজ্য সরকারি কর্মীদের মাইনে পেনশন ঠিকমতো দিতে পারছে না। আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব এবং ডাক্তার সুকুমার মুখার্জি ডাক্তার অভিজিৎ চৌধুরী মতন প্রথিতযশা চিকিৎসকরা।
Related Articles
রাজ্যের লিজে নেওয়া খাস জমি ঋণ পাওয়ার ক্ষেত্রে প্রসেসিং ফ্রি বাধ্যতামূলক।
কলকাতা, ২ মে:- রাজ্যের লিজে দেওয়া খাস জমি ব্যাঙ্কে বন্ধক রেখে ঋণ পাওয়ার জন্য সরকারের অনুমতি নিতে গেলে এবার থেকে ‘প্রসেসিং ফি’ দিতে হবে। মঙ্গলবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এর ফলে রাজ্য সরকারের আয় বাড়বে। বৈঠকে স্থির হয়েছে, শুধু বন্ধক দেওয়ার ক্ষেত্রেই নয়, লিজে নেওয়া জমি হস্তান্তর করতে গেলেও রাজ্যের অনুমতি […]
গঙ্গা ভাঙনে ক্ষতির মুখে বোটানিক্যাল গার্ডেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সই সংগ্রহ।
হাওড়া, ২ জানুয়ারি:- গঙ্গা ভাঙনে ক্ষতির মুখে শিবপুর বোটানিক্যাল গার্ডেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রাতঃভ্রমণকারীদের সংগঠন সই সংগ্রহ করে সংশ্লিষ্ট সব দপ্তরে জমা দেবে। শিবপুর বোটানিক্যাল গার্ডেন হাওড়া জেলার ফুসফুস। সোমবার দুপুর দুটো থেকে গঙ্গাবক্ষে অবস্থান করেন এলাকাবাসী। গঙ্গার ভাঙনে বোটানিক্যাল গার্ডেন নষ্ট হচ্ছে। ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা সকল মানুষের সই সংগ্রহ করে কর্তৃপক্ষকে জমা দেবেন […]
বজ্রাঘাতে অসুস্থ হয়ে ১৩ জন পড়ুয়া চিকিৎসাধীন হরিপালে।
হুগলি, ২৯ সেপ্টেম্বর:- হরিপালের জেজুর অঞ্চলের কলাছড়া হাই মাদ্রাসা সংলগ্ন এলাকায় ব্রর্জাঘাত। ঘটনায় অসুস্থ ও আতঙ্কিত হয়ে মাদ্রাসার ১৩ জন পড়ুয়া চিকিৎসাধীন হরিপাল গ্রামীণ হাসপাতালে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে হরিপাল গ্রামীণ হাসপাতালে পৌঁছেছেন হরিপালের বিধায়ক করবি মান্না সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। স্থানীয় ও স্কুল সূত্রে জানা গেছে, আজ দুপুরের পর হঠাৎই আকাশ […]









