বিশেষ রিপোর্ট : সোজাসাপটা, ১ এপ্রিল:- শুধু মাত্র এক রাতের মধ্যে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ল ২৪০। গত ১২ ঘণ্টায় ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৩৭। এর মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ১৩২ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। এই রাজ্যে ৩০২ জন আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। এই রাজ্যে ২৪১ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যাও সবথেকে বেশি মহারাষ্ট্রে। এই রাজ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। গুজরাতে মৃত্যু হয়েছে ৬ জনের।দিল্লিতে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২০ জন। পাঞ্জাবে মঙ্গলবার পর্যন্ত নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ জন। মৃত্যু ঘটেছে চারজনের। এ রাজ্যেও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, এর সাথে এক এক করে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। মঙ্গলবার রাজ্যে দু’জনের মৃত্যুর পর বুধবারও মারা গেলেন আরও একজন। বুধবার সকাল ৯টা ২৫ মিনিটে মৃত্যু হয় করোনা আক্রান্ত বেলঘরিয়ার প্রৌঢ়ের।সব মিলিয়ে রাজ্য এখনো পর্যন্ত মৃত ৩ , এবং করোনা পজিটিভ ৩৮। ইতিমধ্যেই হোম কোয়ারেন্টিনে রয়েছে কয়েক লাখ।
লকডাউন দ্বিতীয় সপ্তাহে পড়েছে। দেশের পরিস্থিতি উদ্বেগজনক বিচার করেই আগামীকাল ফের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে আগামীকাল বেলা সকাল ১১টায় হবে এই বৈঠক।সুত্রের খবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দেবেন।এদিকে গোটা বিশেষ ছবিটাই ভাবাচ্ছে ভারতকে,এখনো পর্যন্ত গোটা বিশ্বে কোরোনায় মৃত বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৩৩৪ জন । এর মধ্যে শীর্ষে রয়েছে ইট্যালি । তারপরই রয়েছে স্পেন । অ্যামেরিকাতেও গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৬৫ জনের। সামনের কয়েকদিন খুব যন্ত্রনাদায়ক হবে বলে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখনও পর্যন্ত মোট ৩৬০০ মার্কিনী মারা গিয়েছেন, যা চিনের মৃত্যুর সংখ্যাকে পেরিয়ে গিয়েছে।অ্যামেরিকার পরই আক্রান্তের নিরিখে রয়েছে চিন, জার্মান, ফ্রান্স, ইরান ।