কলকাতা, ১৯ ডিসেম্বর:- পুরভোটের ভোটগ্রহণ চলছে কলকাতায়। ২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি। জোড়াবাগান এলাকায় বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি প্রার্থীর অভিযোগ, বহিরাগতদের নিয়ে বুথ দখলের চেষ্টা করছিল তৃণমূল। আমি বাধা দেওয়ায় আমাকে মারধর করে দুষ্কৃতীরা। পোশাক ছিঁড়ে দেয়। একই ওয়ার্ডের নির্দল প্রার্থীকেও মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পর্যবেক্ষকদের অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এদিকে ভোট শুরু হতেই উত্তেজনা ছড়াল ৩৬ নম্বর ওয়ার্ডে। কংগ্রেস প্রার্থী নন্দন ঘোষ অভিযোগ তুলেছেন বুথের সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখার। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। শুধু তাই নয়, কংগ্রেসের এজেন্টদেরও বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ নন্দনের। যদিও তৃণমূলের দাবি, তাদের বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ মিথ্যা। এই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী শচীনকুমার সিং। ৮১ নম্বর ওয়ার্ডেও সিসিটিভি কাজ না করার অভিযোগ উঠেছে। ভোট চলাকালীন পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সন্তোষকুমার পাঠক ও তৃণমূল প্রার্থী শক্তিপ্রতাপ সিং মুখোমুখি চলে আসেন।
উভয় পক্ষেরই অভিযোগ, প্রতিপক্ষ নিয়ম ভেঙে বহিরাগতদের নিয়ে এলাকায় ঘুরছেন। এরপরই দু’জনের মধ্যে বচসা বেধে যায়। অভিযোগ ওঠে হাতাহাতিরও। পুলিশের সঙ্গেও বচসায় জড়ান কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। তৃণমূল প্রার্থী অভিযোগ করেন, তাঁকে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছে। পুলিশ দু’পক্ষকে দূরে সরিয়ে দেয়। এলাকায় উত্তেজনা রয়েছে। এদিকে, শিয়ালদহের টাকি গার্লস স্কুলের বুথে উত্তেজনাও দেখা দিয়েছে। কংগ্রেসের পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁকে মারধর করারও অভিযোগ ওঠে। অভিযোগের তির শাসকদল তৃণমূলের দিকে। যদিও তৃণমূল হেনস্থার অভিযোগ অস্বীকার করেছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। ৫ নম্বর ওয়ার্ডে এজি বেঙ্গলের সামনে উত্তেজনা, ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ, কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের এজেন্ট অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বচসা তৃণমূল প্রার্থী শক্তিপ্রতাপ সিংয়ের। কংগ্রেস নেতাকে গ্রেপ্তারির হুঁশিয়ারি পুলিশের।জোড়াবাগান এলাকায় ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মুকুন্দ ঝাওয়ারকে মারধর, আহিরীটোলা বঙ্গ বিদ্যামন্দিরে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
১০৯ নম্বর ওয়ার্ডের শহিদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে বুথ জ্যাম, ছাপ্পা ভোটের অভিযোগ।৮১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী তানিয়া পালকে অনুসরণ করার অভিযোগ নির্দল প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূল প্রার্থী জুঁই বিশ্বাসের হয়ে কাজ করছেন নির্দল প্রার্থী, অভিযোগ অস্বীকার নির্দল প্রার্থীর। ৩৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী গিরিশকুমার শুক্লাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৬৫ নম্বর ওয়ার্ডের ১২১, ১২২, ১২৩, ১২৪, ১২৫, ১৩৬, ১৩৭, ১৩৮, ১৬০, ১৬১, ১৬২, ১৬৩, ১৬৪ ওয়ার্ডে বুথ থেকে বিজেপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ। পোস্তায় ২২ নম্বর ওয়ার্ডে ১৯ নম্বর বুথে ভুয়ো ভোটার ধরার দাবি বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের, দৌড়ে পালায় ২ জন। ৫৩ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকায় পুলিশের সামনেই তৃণমূল ও কংগ্রেস কর্মীদের হাতাহাতি, তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ কংগ্রেসের, ভোটারদের প্রভাবিত করা হচ্ছে , পাল্টা তৃণমূল।
১৭ নম্বর ওয়ার্ডে ছাপ্পা ভোটের অভিযোগ। ১০০ নম্বর ওয়ার্ডে রামগড় মুকুল বোস ইনস্টিটিউশনের ৪, ৫, ৬, ৭, ৮, ৯ নম্বর বুথ দখলের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, বিজেপি প্রার্থী সঞ্জয় দাসকে বাইরে বের করে দেওয়ার অভিযোগ ৩৬ নম্বর ওয়ার্ডের খান্না হাইস্কুলের সামনে বোমাবাজি, ৯টা ৫০ মিনিট নাগাদ পরপর দুটি বোমা পড়ে, এলাকা ছেড়ে পালিয়ে যায় সমস্ত ভোটাররা। ৮১ নম্বর ওয়ার্ডে কংগ্রেস ও নির্দল প্রার্থীর মধ্যে হাতাহাতি, অভিযোগ, কংগ্রেস প্রার্থীর গায়ে হাত তোলেন নির্দল প্রার্থী, ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। ২৮ নম্বর ওয়ার্ডে জে এন রায় হাসপাতালে বিরিয়ানি খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, কর্মী ও রোগীদের জন্য রান্না করা হয়েছে বিরিয়ানি, সাফাই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের। গাঙ্গুলিবাগানে বাম এজেন্টদের ‘বাধা’, ভোটারদেরও বাধা দেওয়ার অভিযোগ। ১৩ নম্বর ওয়ার্ডে বাম প্রার্থীকে হেনস্থার অভিযোগ, বুথে ঢুকতে বাধা, ছাপ্পা ভোটের অভিযোগ। বোসপুকুরে বাম এজেন্টকে হুমকি, বাড়িতে ঢুকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মেটিয়াবুরুজে ১৩৭ নম্বর ওয়ার্ডে ৬টি বুথে দরজা বন্ধ করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
উত্তর কলকাতার ১১৮ নম্বর ওয়ার্ডে পুলিশের ভূমিকায় তৃণমূল নেতা তারক সিং, বামেদের ক্যাম্প অফিসে গিয়ে সৌজন্যতা, কোনও অসুবিধে হলে তাঁকে জানানোর আর্জি। সকাল ১১ টা পর্যন্ত ১৮.৮৬ শতাংশ ভোট পড়ল। ১০১ নম্বর ওয়ার্ডে কেন্দুয়া গার্লস হাইস্কুলে বুথ দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পুলিশ নীরব দর্শক বলে অভিযোগ সিপিএমের, রিপোর্ট তলব কমিশনের। বেলেঘাটায় ৩০ নম্বর ওয়ার্ডে বোমাবাজি, পরপর চারটি বোমা পড়ে বলে অভিযোগ, তৃণমূলের ক্যাম্পের ব্যানার, ফেস্টুন ছেঁড়ার অভিযোগ তৃণমূল প্রার্থী পাপিয়া ঘোষের ১০০ নম্বর ওয়ার্ডে রামগড় এলাকার বিভিন্ন বুথে বাম ও বিজেপির এজেন্টদের বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ মানিকতলার ১২¸১৬ এবং ১৩ নম্বর ওয়ার্ড, কাশীপুর-বেলগাছিয়ার ১ নম্বর, ৪ নম্বর ওয়ার্ড, চৌরঙ্গীর ৪৪, ৪৯, ৪৬ নম্বর ওয়ার্ড, বেহালা পশ্চিমের ১১৯ নম্বর ওয়ার্ডে ইভিএম কাজ না করার অভিযোগ উঠেছে।