হাওড়া, ২৩ ফেব্রুয়ারি:- মাধ্যমিক পরীক্ষা শুরুর আগের রাতে বিয়ের বরপক্ষের ডিজে বাজিয়ে উদ্দাম নাচের প্রতিবাদ করায় প্রতিবাদী মহিলাকে বেধড়ক মার। গ্রেফতার ২। লিলুয়ায় উত্তেজনা। মাধ্যমিক পরীক্ষার আগের দিন বিয়ে বাড়ির বরযাত্রী আসার সময় ব্যস্ত রাস্তা আটকে ডিজে বক্স বাজিয়ে উদ্দাম নাচ চলছিল ছিল বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে এলাকার বাসিন্দাদের সমস্যা হচ্ছিল। এই ঘটনার প্রতিবাদ করেন এলাকার বাসিন্দারা। এর জেরে এক প্রতিবাদী মহিলাকে রাস্তায় ফেলে বেধড়ক মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বরযাত্রীর লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করে।
জানা গিয়েছে, বুধবার হাওড়ার লিলুয়া থানার বেনারস রোডের কোনা বাগপাড়ার কাছে একটি বিয়ে বাড়ি উপলক্ষ্যে বরযাত্রী আসাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। কনেপক্ষ ছিল হাওড়া সালকিয়া এলাকার। এবং কলকাতার কেষ্টপুর থেকে এসেছিল বরযাত্রীরা। এদের সঙ্গে স্থানীয়দের গন্ডগোল হয়। অভিযোগ, বরযাত্রী আসার সময় তারস্বরে ডিজে বাজিয়ে নাচ গান হচ্ছিল। তার জেরে কোনার বেনারস রোড অবরুদ্ধ হয়ে পড়েছিল। এমনকি একটি অ্যাম্বুলেন্সও আটকে যায় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করেন এলাকার মানুষজন। তখনই বিয়েবাড়ির লোকজন স্থানীয়দের উপর চড়াও হয়। মারের চোটে ওই মহিলার মাথা ফেটে যায়।লিলুয়া থানার পুলিশ এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করে।