মালদা,২৬ নভেম্বর:- লরি ও গ্যাসের ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত দুই । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় মালদার কালিয়াচক থানার পুরাতন বাবু ঘাটের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে । ঘটনার পর তীব্র যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে । পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত দেহ উদ্ধারের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । মঙ্গলবার ভোরবেলা সাড়ে পাঁচটা নাগাদ কালিয়াচক থানার পুরাতন বাবু ঘাটের কাছে 34 নম্বর জাতীয় সড়কে ফারাক্কার দিক থেকে আসা একটি গ্যাসের ট্যাংকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মালদা থেকে ফারাক্কার দিকে যাওয়া ১৪চাকার লরি । নিমেষেই লরিতে আগুন লেগে যায় । লরির খালাসিকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করতে পারলেও চালককে উদ্ধার করা সম্ভব হয়নি । আগুনের তীব্রতা এতটাই ছিল যে আহত অবস্থায় লরির চালক ঝলসে যায় । ঘটনা স্থলেই মৃত্যু হয় তাঁর । স্থানীয় বাসিন্দারা জানান ঘন কুয়াশার জন্যই এই দুর্ঘটনা । তবে শীতের সময় জাতীয় সড়ক কতৃপক্ষ বাড়তি নিরাপত্তার ব্যবস্থা না করলে এই ধরণের দুর্ঘটনা আরও বাড়বে বলে আশঙ্কা করেছেন স্থানীয়রা । ঘটনার খবর পেয়ে ছুটে যায় কালিয়াচক থানার পুলিশ । পৌঁছায় দমকলের একটি ইঞ্জিনও । লরির আগুন নিয়ন্ত্রণে আনার পরে মৃত অবস্থায় বের করা হয় লরির চালককে । আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । জানা গেছে মৃত লরির চালকের নাম আশরাফুল শেখ বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় । পুলিশ মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায় । তবে ঠিক কি কারনে এই দুর্ঘটনা তা নিয়ে তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।
Related Articles
হাসপাতাল থেকে নিখোঁজ রোগীর সন্ধান মিললো।
হাওড়া, ২০ সেপ্টেম্বর:- হাওড়ার মালিপাঁচঘড়ার ঘুসুড়িতে জয়সোয়াল হাসপাতাল থেকে নিখোঁজ রোগীর সন্ধান মিললো। বেলুড় থানার পুলিশ সূত্রের খবর, গত ১৮ সেপ্টেম্বর বেলুড় থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছিল। ওই ঘটনায় সিসিটিভির মাধ্যমে জানা যায় যে উনি নিজে গত ১৭ তারিখ ওই হাসপাতাল থেকে সোয়া ১২টা নাগাদ হেঁটে বেরিয়েছিলেন। এবং সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে […]
অশনি’র মোকাবিলায় প্রস্তুতি সরকারের তরফ থেকে জেলা প্রশাসনের তরফ থেকে করা হয়েছে তা নিয়ে মন্ত্রী অরূপ রায়ের বক্তব্য।
হাওড়া, ৯ মে:- ঘূর্ণিঝড় অশনি’র মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি যাবতীয় ব্যবস্থা রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে। এর আগে আমফানের সময় বা ইয়াশের সময় যেভাবে গোটা পরিস্থিতি সামলানো হয়েছিল, সেভাবেই এই ঘূর্ণিঝড়ের প্রস্তুতি এবং মোকাবিলা করা হবে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকার কি কি আগাম ব্যবস্থা নিয়েছে এনিয়ে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় সোমবার হাওড়ায় বলেন, “গত বছর […]
হাওড়ায় অভিষেকের নবজোয়ার। ট্রেন দুর্ঘটনার কারণে বাতিল জনসভা।
হাওড়া, ৩ মে:- শনিবার হাওড়ার বাগনান লাইব্রেরী মোড় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র্যালি শুরু হয়। সেটি শেষ হয় বাগনান খালোর কালীবাড়িতে। সেখানে আধ ঘণ্টারও বেশি সময় ধরে পুজো দেন তিনি। তারপর প্রেস মিট করে শ্যামপুরের দিকে রওনা দেন তিনি। এদিনের জনসভা বাতিল বলে জানিয়েছেন তিনি। ট্রেন দুর্ঘটনার কারণে যারা মৃত তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। Post […]









