হাওড়া, ৯ মে:- ঘূর্ণিঝড় অশনি’র মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি যাবতীয় ব্যবস্থা রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে। এর আগে আমফানের সময় বা ইয়াশের সময় যেভাবে গোটা পরিস্থিতি সামলানো হয়েছিল, সেভাবেই এই ঘূর্ণিঝড়ের প্রস্তুতি এবং মোকাবিলা করা হবে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকার কি কি আগাম ব্যবস্থা নিয়েছে এনিয়ে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় সোমবার হাওড়ায় বলেন, “গত বছর আম্ফান, এই বছর ইয়াশ এর আমরা মোকাবিলা করেছি।
এখন দুর্যোগকে ঠেকানোর উপায় আমাদের জানা নেই। সুতরাং দুর্যোগের সম্মুখীন হলে কত মানুষকে রক্ষা করা যায়, কতটা মানুষকে নিরাপদে রাখা যায়, তার ব্যবস্থা সরকার করছে। আমরাও তৎপর রয়েছি। হাওড়া কর্পোরেশন, হাওড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সকলে মিলে একসাথে আমরা ঘূর্ণিঝড়ের মোকাবিলা করব।”