এই মুহূর্তে জেলা

হাওড়ার বিস্তীর্ণ এলাকা পরিষ্কারের কাজে নামলো পুরনিগম।

হাওড়া, ১৭ নভেম্বর:- কোনা এক্সপ্রেসওয়ে, হাওড়ার কদমতলা অঞ্চলের একশো ফুট রাস্তার পর এবার ইছাপুর ড্রেনেজ ক্যানেল রোড সহ বাইপাসের বিস্তীর্ণ এলাকা পরিষ্কারের কাজে নামলো হাওড়া পুরনিগম। বৃহস্পতিবার থেকেই ওই সাফাইয়ের কাজ শুরু হয়েছে। যে হারে শহরে ডেঙ্গু বাড়ছে এবার তাই শহরের অলিগলি রাস্তাঘাট হাইড্রেন সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তার ধারের আগাছা থেকে শুরু করে জমা জল, আবর্জনা সবই সাফাই করা হচ্ছে। পুরনিগমের কনজারভেন্সি বিভাগের কর্মীদের পুরোদমে কাজে নামানো হয়েছে। এবিষয়ে পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী বলেন, হাওড়া পুরনিগমের কনজারভেন্সি দপ্তরের পক্ষ থেকে কদমতলা বাজার সংলগ্ন ১০০ ফুট রাস্তা পরিষ্কার করার পর এদিন আমরা ওই রাস্তা পরিদর্শন করলাম।

আজ থেকে ড্রেনেজ ক্যানেল রোড এবং বাইপাসের রাস্তা সাফাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বেশ কিছুদিন ধরেই এই কাজ চলবে। মূলত রাস্তার দু’পাশে বেশ কিছু জায়গায় জঙ্গল, আগাছা হয়ে গিয়েছে। সেগুলি পরিষ্কার করা হবে। এই সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়েছে। এই জঙ্গল এবং আগাছা পরিষ্কার করতে পারলে ডেঙ্গুর থেকেও কিছুটা মুক্ত হতে পারা যাবে। এছাড়া ওই এলাকা সুন্দর দেখতে লাগবে। এই কাজ শুরু করা হয়েছে। আগামী প্রায় এক সপ্তাহ ধরে পরিষ্কারের কাজ হবে। যেসব জায়গায় জঙ্গল হয়ে রয়েছে বা আগাছা জমে রয়েছে সেইসব জায়গায় যাতে মশার প্রাদুর্ভাব না ঘটে এবং জায়গাটা যতটা সম্ভব পরিষ্কার থাকে এবং ডেঙ্গু থেকে মুক্ত থাকা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে।