এই মুহূর্তে জেলা

ডেঙ্গি মোকাবিলায় বুধবার চাঁপদানী পুরসভার সভাকক্ষে রিভিউ বৈঠক করেন কলকাতা পুরনিগমের আধিকারিক সুজাতা ঘোষ।


হুগলি, ১৬ নভেম্বর:- ডেঙ্গি মোকাবিলায় বুধবার চাঁপদানী পুরসভার সভাকক্ষে রিভিউ বৈঠক করেন কলকাতা পুরনিগমের আধিকারিক সুজাতা ঘোষ। সেখানে ছিলেন চন্দননগরের মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত, চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁই, চাঁপদানীর পুরপ্রধান সুরেশ মিশ্র ও অতিরিক্ত জেলা স্বাস্থ্য আধিকারিক বন্দনা সরকার। এ দিনের বৈঠকে সুজাতা ঘোষ বলেন, স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি যখন যাচ্ছেন তারা ওই বাড়ির কেউ অসুস্থ রয়েছে কী না সেই বিষয়ে সঠিক তথ্য পাচ্ছেন না। ফলে সমন্বয়ের অভাব হচ্ছে।এলাকায় কারো ডেঙ্গির উপসর্গ থাকলে বা হাসপাতালে ভর্তি হলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানতে পারছেন না।

তাই সাফাই কর্মীদের সঙ্গে নিয়েই স্বাস্থ্য কর্মীদের বাড়ি বাড়ি যাওয়ার পরামর্শ দেন। সেই সঙ্গে প্রতিদিন প্রতিটি বাড়ির সমীক্ষার রিপোর্ট জন প্রতিনিধিদের মোবাইলে হোয়াটস অ্যাপে পাঠানোর নির্দেশ দেন। তাতে জন প্রতিনিধি মারফৎ জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর সহজেই পাবে। সেই মতো ডেঙ্গি মোকাবিলায় যথাযত ব্যবস্থা নেওয়া যাবে। বৈদ্যবাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে যেহেতু ডেঙ্গির প্রকোপ রয়েছে তাই সীমান্তবর্তী এলাকা চাঁপদানী পুরসভায় আগাম ব্যাবস্থা নিতেই এই উদ্যোগ। পুরসভা সূত্রে দাবি করা হয় পুরসভার ২২ টি ওয়ার্ডে ৫৬ জন আক্রান্ত হলেও বর্তমানে একজন মাত্র ডেঙ্গিতে আক্রান্ত।ডেঙ্গি মোকাবিলায় পুরসভার ২০৬ টি স্বাস্থ্য কর্মীদের দল কাজ করছে।সেই দলে ২১ জন সুপারভাইজার রয়েছেন। পতঙ্গবিদ নিয়োগের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে বলে জানান আধিকারিক।