এই মুহূর্তে কলকাতা

অস্থায়ী টিকাকরণ শিবির আয়োজনের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করলো সরকার।

কলকাতা, ২৮ জুন:- রাজ্যে ভুয়ো টিকাকরণ পুনরাবৃত্তি রুখতে রাজ্য সরকার বেসরকারি অস্থায়ী টিকাকরণ শিবির আয়োজনের ক্ষেত্রে নতুন কিছু বিধিনিষেধ আরোপ করেছে। এখন থেকে এধরনের টিকাকরণ শিবিরের আয়োজন করতে গেলে তার নির্ধারিত বেসরকারি হাসপাতালে সঙ্গে গাঁটছড়া বেঁধে করতে হবে। যেসব হাসপাতাল করোনা টিকাকরনের কাজ করছে তাদের মাধ্যমেই এ ধরনের শিবির আয়োজন করা যাবে। টিকার ডোজ সরবরাহ থেকে শুরু করে টিকা প্রদান পর্যন্ত যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্ব সংশ্লিষ্ট হাসপাতালের উপরে ছাড়তে হবে।

জাল টিকাকরণ কাণ্ডের প্রেক্ষিতে আজ রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম স্বাস্থ্য দফতরের কর্তা ও জেলা প্রশাসনের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হন। সেখানেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন যেকোন রকম অস্থায়ী টিকাকরণ শিবিরের আয়োজন করতে গেলে প্রশাসনের আগাম অনুমোদন বাধ্যতামূলক। এখন বণিকসভা সংগঠন বা সংস্থাকে এ ধরনের শিবির আয়োজন করার আবেদন জানাতে হলে সেখানে স্পষ্ট ভাবে জানাতে হবে কোন হাসপাতালের মাধ্যমে তারা এই শিবিরের আয়োজন করছেন। অনুমোদন মেলার পর সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা ওই শিবির পরিদর্শন করবেন। তাদের অনুমোদন মেলার পরেই টিকাকরণ এর কাজ শুরু করা যাবে।