তরুণ মুখোপাধ্যায়,১৪ মার্চ :- বাংলার গর্ব মমতা এই কর্মসূচির অন্তর্গত জলযোগে যোগাযোগ গত আট থেকে শুরু হয়েছিল আজ শনিবার তার শেষ দিনে বিভিন্ন বিধানসভার বিধায়করা সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়েছিলেন । চন্দননগর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন এদিন সাংবাদিকদের জানান যে তার বিধানসভা কেন্দ্রে মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় মানুষের কল্যাণে কাজগুলো সুষ্ঠভাবে রূপায়িত হয়েছে। এবং আগামী পুরসভার নির্বাচনে চন্দননগর পুরো নিগমে তৃণমূল কংগ্রেস আশাতীত ভালো ফল করবে। অন্যদিকে চাঁপদানি বিধানসভা কেন্দ্রে জলযোগে যোগাযোগ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব , বৈদ্যবাটি পৌরসভা পুরপ্রধান অরিন্দম গুই এবং পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ যাদব জানান ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে গঠিত হবার পর থেকে বাংলার উন্নয়নের জোয়ার এসেছে। বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের মানুষ উন্নয়নের সুফল পাচ্ছেন। একটা মানুষ জন্মানোর থেকে মৃত্যু পর্যন্ত এই যে তার বেড়ে ওঠা ওঠার ক্ষেত্রে ন্যূনতম যা প্রয়োজন সেগুলির ব্যবস্থা করেছে মমতার সরকার। শিক্ষা ক্ষেত্রে যেমন উন্নয়ন হয়েছে তেমনি রূপশ্রী , কন্যাশ্রী , যুবশ্রীর মতো নুতন নুতন কর্মসূচি সফল ভাবে রূপায়িত হয়েছে। হুগলি লোকসভার সাংসদ লকেট চট্টপাধ্যায় তৃণমূলের এই জলযোগে যোগাযোগ কর্মসূচি কে কটাক্ষ করে বলেন এই দল সাংবাদিকদের সবথেকে বেশী সমালোচনা করে। তাঁরাই আজ সাংবাদিকদের সাথে জলযোগ করছে।Related Articles
রিষড়ায় পরিত্যক্ত কারখানায় ভয়াবহ আগুন।
হুগলি,১৬ ফেব্রুয়ারি:- রিষড়ায় পরিত্যক্ত কারখানায় ভয়াবহ আগুন।রবিবার রিষরা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এই এলাকায় একটি বিয়ে বাড়ি চলছিল সেখানেই ফাটানো হচ্ছিল বাজি।সেই বাজি এসে পড়ে এই কারখানায়,তাতেই আগুন লেগে ভয়াবহ আকার ধারণ করে। Post […]
নিঃশর্তে জমির অধিকার পাবে উদ্বাস্তু কলোনির বাসিন্দারা সহ মতুয়া সম্প্রদায়।
কলকাতা, ১০ ফেব্রুয়ারি:- মতুয়া সম্প্রদায় সহ রাজ্যের সমস্ত উদ্বাস্তু কলোনির বাসিন্দারা নিঃশর্তে জমির অধিকার পাবেন। তাঁদের অস্তিত্ব সংক্রান্ত সমস্যার সমাধান হবে। নাগরিকত্ব নিয়ে তাঁদের যে দাবি সেই দাবিও মান্যতা পাবে। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলার উদ্বাস্তু কলোনির প্রায় ২০০০ পরিবারের হাতে নিঃশর্তে জমির দলিল তুলে দেওয়ার সরকারি প্রক্রিয়ার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা ঘোষনা করেন। […]
ঝমকালো ক্রিসমাস কার্নিভাল শ্রীরামপুরের প্রি স্কুলে।
তরুণ মুখোপাধ্যায়, ২৪ ডিসেম্বর:- শনিবার সকালে জমকালো ক্রিসমাস কার্নিভাল অনুষ্ঠিত হলো শ্রীরামপুরের অন্যতম সেরা প্রি স্কুল জেনেসিস ওয়ার্ল্ড স্কুলে। এদিন সকাল থেকে কচি কাচাদের কলতানে মুখরিত হয়ে ওঠে স্কুল চত্বর ।ক্রিসমাস ট্রি নানা রঙের স্টার এবং আলোর ঝলকানিতে অনিন্দ্য সুন্দর রূপ পায় অনুষ্ঠানটি। ছাত্র-ছাত্রীদের সঙ্গে ও সমান তালে ক্রিসমাস এদিনের ক্রিসমাস কার্নিভালটি উপভোগ করেন তাদের […]