অঞ্জন চট্টোপাধ্যায়,১১ মার্চ :- কিবু আবেগে গা ভাসান না। কিন্তু তিনিও তো রক্তমাংসের মানুষ। সেকারণে সমর্থকদের ভালোবাসাকে সরিয়ে দেবেন দেবেন কি করে ! তাই না চাইতেও কল্যাণীতে যখন লিগ জয়ের পরেই ফুটবলাররা তাঁকে কাঁধে চড়ান গোটা গ্যালারি কিৱু , কিৱু কন্ঠস্বরে মাতিয়ে তখনই কিৱুর চোখের কোণে না চাইতেও জল চলে আসে। এদিন তাঁকে ফোনে ধরা হলে তার গলায় সেই আবেগের কন্ঠস্বর বোঝা গেল। তবে তিনি যে পেশাদার। আর পেশাদারিত্বে আবেগ চলে না। সেকারণে তো তিনি বলেন, আমি কেউ নয়। দলের জয়। nআমি শুধু ফুটবলারদের সাহায্য করেছি মাত্র। সবসময় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছি দল নিয়ে । দলের কর্তারা আমাকে সবসময় সহায়তা করেছে। ৪ ম্যাচ আগে চ্যাম্পিয়ন। সেরা ম্যাচ কোনটা। এখানেই কিবুর খিদেটা বোঝা গেলো। লিগের শুরুতে ঘরের মাঠে চার্চিলের বিরুদ্ধে ৪ গোল খেয়ে হেরে যাওয়া ম্যাচকে সেরা ম্যাচ বলছেন তিনি। এই স্প্যানিশ কোচের কথায় , আমি এখনো বলব চার্চিল ম্যাচেই আমরা সেরা ফুটবলটা খেলেছি। আক্রমণাত্মক খেলেছি। কিন্তু ওই ম্যাচে জয় আসেনি। সেই কষ্টটা আমাকে এখনো তাড়া করছে। যদি ওই ম্যাচটা ফিরে পেতাম জেতার জন্য। তবে এখন আর কিছু করার নেই বাকি সব ম্যাচ জিতেই লিগটা শেষ করা আমার লক্ষ্য। এদিকে মোহনবাগানের সব ফুটবলার ও সাপোর্ট স্টাফদের এদিন বিকেলে জানিয়ে দেওয়া হল ডার্বির আগে কোনো মিডিয়ার সামনে যেন মুখ না খোলা হয়।
Related Articles
শিলিগুড়ি মহকুমার জগন্নাথপুরে পিকআপ ভ্যান ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ,মৃত ১ আহত ২
শিলিগুড়ি , ১৩ জানুয়ারি:- বুধবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের জগন্নাথপুরে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর পিকআপ ভ্যান ও ট্রেলালের মুখোমুখি সংঘর্ষ। এই ঘটনায় মৃত্যু পিকআপ ভ্যানের চালকের। এবং আহত হন আরও দুজন। মৃত চালকের নাম রহমত মন্ডল(৪০)। সে দক্ষিন দিনাজপুর জেলার শিবরামপুর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে যে এদিন মালবোঝাই পিকআপ ভ্যানটি বীরভূম থেকে শিলিগুড়ির […]
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে হুমকি দিচ্ছে এই অভিযোগে কমিশনকে চিঠি দিলো বিজেপি।
কলকাতা , ৩০ মার্চ:- তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষকে হুমকি ও ধমক দিচ্ছেন বলে অভিযোগ জানিয়ে বিজেপি নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। দলের নেতা শিশির বাজোরিয়া ও সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরে গিয়ে লিখিতভাবে এই অভিযোগ জানিয়ে এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। শিশির বাজরিয়া […]
আর্থিক বছরের জন্য ৭ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ সরকারের।
কলকাতা, ১৫ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য ৭ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছে। মোট ব্যয় বরাদ্দের পরিমাণ ৩ লক্ষ ৩৯ হাজার ১৬২ কোটি টাকা। অর্থ দস্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ বিধানসভায় বাজেট পেশ করেন। তিনি বলেন, সাধারণ নিম্নবিত্ত মানুষ এবং যুব প্রজন্ম ের কর্মসংস্থানের উপর জোর দিয়েই বাজেট প্রস্তুত করা […]