হুগলি,১০ ফেব্রুয়ারি:- অনাহারে, অর্থাভাবে বিনা চিকিৎসায় প্রাণ গেল গোন্দলপাড়া জুট মিল শ্রমিক উত্তম চৌধুরীর(45)। উত্তমবাবু চন্দননগর গোন্দলপাড়া জুটমিল সংলগ্ন টিনবাজারের বাসিন্দা। প্রসঙ্গত বিগত প্রায় দু’বছর ধরে বন্ধ গোন্দলপাড়া জুট মিল। মিলবন্ধের পর থেকেই অর্থনৈতিক অনটনে ভুগছিলেন উত্তম বাবু। এরই মধ্যে গত বছর 29 ডিসেম্বর উত্তম বাবুর মা কৃষাণ দাসী মারা যান। এরপর থেকে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে গেছিলেন উত্তম চৌধুরী। তার মধ্যেই অর্শ রোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি। হলে সেভাবে অন্য কোনো কাজও করতে পারছিলেন না। মাস খানেক আগে চন্দননগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ই এস আই কার্ড থাকলেও টানা দু’বছর কারখানা বন্ধ থাকায় তিনি হাসপাতাকে ইএসআইয়ের কোন সুবিধাই পাননি বলে অভিযোগ। তাই অর্থের অভাবে তিনি সঠিকভাবে চিকিৎসা করাতে পারেননি।
ফলে বিনা চিকিৎসাতেই উত্তম বাবুর মৃত্যু হয়েছে বলে দাবি উত্তম ভাইপো অভিষেক চৌধুরীর। যদিও চন্দননগর শহর তৃণমূল কংগ্রেসের সম্পাদক চন্দন বর্মনের বক্তব্য ই এস আই কারখানার ব্যাপার। মা-মাটি-মানুষের সরকার গত বছর উনিশে মে কারখানার দরজা খুলে দিয়েছিল। কিন্তু হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির লকেট চট্টোপাধ্যায় যে তারপরই কর্তৃপক্ষের সাথে আলোচনা বর্মনের সাপেক্ষে সুপরিকল্পিতভাবে গত বছর 25শে মে কারখানার দরজা পুনরায় বন্ধ করে দেয়। অন্যদিকে এবিষয়ে বিজেপির রাজ্য ওবিসি মোর্চার সভাপতি স্বপন পাল বলেন তৃণমূলই ভোটের স্বার্থে ওই কারখানা খুলেছিলো ভোট মিটে যেতেই কারখানা বন্ধ করে দিয়েছিলো। রাজ্যের প্রায় ৫৫হাজার কারখানা বন্ধ রয়েছে। ২০২১সালে শ্রমিকরাই তৃণমূল সরকারকে উচ্ছেদ করবে।Related Articles
নেরোকাকে ছারখার করে প্রত্যাবর্তন, পাহাড়ে লাল-হলুদ ঝড়।
অঞ্জন চট্টোপাধ্যায়,১০ ডিসেম্বর:- পরিচিত ছন্দে ফিরল ইস্টবেঙ্গল। বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে চলতি আই লিগে প্রথম জয়টি তুলে নিল লাল-হলুদ ব্রিগেড। মঙ্গলবার ইম্ফলের খুয়ান লম্পক স্টেডিয়ামে নেরোকা এফসি’কে ৪-১ গোলে হারাল মশালধারীরা। পরপর দুই ম্যাচ ড্র করার ফলে এই ম্যাচে যে কোনও মূল্যে তিন পয়েন্ট লক্ষ্য ছিল ইস্টবেঙ্গলের। একে তো অ্যাওয়ে ম্যাচ তার উপর পাহাড়ে উচ্চতা […]
নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করলো মৃত কাজল সিনহার স্ত্রী।
কলকাতা , ২৮ এপ্রিল:- করোনা আক্রান্ত হয়ে প্রার্থীর মৃত্যুর ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করল তার পরিবার। খড়দায় মৃত তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহার স্ত্রী আজ উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের বিরুদ্ধে এই মর্মে খড়দা থানায় অভিযোগ দায়ের করেছেন। রাজ্য বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ২২ এপ্রিল খড়দা আসনে ভোটগ্রহণ হয়েছে। তার আগের […]
বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে প্রবীণদের সুরক্ষা, যুবাদের কর্মসংস্থান,সহ একাধিক প্রকল্প ঘোষণা।
কলকাতা,১০ ফেব্রুয়ারি:- অর্থমন্ত্রী ড: অমিত মিত্র আজ বিধানসভায় রাজ্যের ২০২০-২১ আর্থিক বছরের জন্য ৮ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছেন। ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে অর্থমন্ত্রী বহু জনমুখী নতুন প্রকল্প ও পরিকাঠামো নির্মানের কথা ঘোষণা করেন।বাজেটে প্রবীণদের সুরক্ষা, যুবাদের কর্ম সংস্থান, অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা দিতে একাধিক প্রকল্প ঘোষণা করা হয়েছে। […]