এই মুহূর্তে জেলা

অনাহারে, অর্থাভাবে বিনা চিকিৎসায় প্রাণ গেল গোন্দলপাড়া জুট মিল শ্রমিক উত্তম চৌধুরীর।

হুগলি,১০ ফেব্রুয়ারি:- অনাহারে, অর্থাভাবে বিনা চিকিৎসায় প্রাণ গেল গোন্দলপাড়া জুট মিল শ্রমিক উত্তম চৌধুরীর(45)। উত্তমবাবু চন্দননগর গোন্দলপাড়া জুটমিল সংলগ্ন টিনবাজারের বাসিন্দা। প্রসঙ্গত বিগত প্রায় দু’বছর ধরে বন্ধ গোন্দলপাড়া জুট মিল। মিলবন্ধের পর থেকেই অর্থনৈতিক অনটনে ভুগছিলেন উত্তম বাবু। এরই মধ্যে গত বছর 29 ডিসেম্বর উত্তম বাবুর মা কৃষাণ দাসী মারা যান। এরপর থেকে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে গেছিলেন উত্তম চৌধুরী। তার মধ্যেই অর্শ রোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি। হলে সেভাবে অন্য কোনো কাজও করতে পারছিলেন না। মাস খানেক আগে চন্দননগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ই এস আই কার্ড থাকলেও টানা দু’বছর কারখানা বন্ধ থাকায় তিনি হাসপাতাকে ইএসআইয়ের কোন সুবিধাই পাননি বলে অভিযোগ। তাই অর্থের অভাবে তিনি সঠিকভাবে চিকিৎসা করাতে পারেননি।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                                ফলে বিনা চিকিৎসাতেই উত্তম বাবুর মৃত্যু হয়েছে বলে দাবি উত্তম ভাইপো অভিষেক চৌধুরীর। যদিও চন্দননগর শহর তৃণমূল কংগ্রেসের সম্পাদক চন্দন বর্মনের বক্তব্য ই এস আই কারখানার ব্যাপার। মা-মাটি-মানুষের সরকার গত বছর উনিশে মে কারখানার দরজা খুলে দিয়েছিল। কিন্তু হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির লকেট চট্টোপাধ্যায় যে তারপরই কর্তৃপক্ষের সাথে আলোচনা বর্মনের সাপেক্ষে সুপরিকল্পিতভাবে গত বছর 25শে মে কারখানার দরজা পুনরায় বন্ধ করে দেয়। অন্যদিকে এবিষয়ে বিজেপির রাজ্য ওবিসি মোর্চার সভাপতি স্বপন পাল বলেন তৃণমূলই ভোটের স্বার্থে ওই কারখানা খুলেছিলো ভোট মিটে যেতেই কারখানা বন্ধ করে দিয়েছিলো। রাজ্যের প্রায় ৫৫হাজার কারখানা বন্ধ রয়েছে। ২০২১সালে শ্রমিকরাই তৃণমূল সরকারকে উচ্ছেদ করবে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.