কলকাতা, ১২ জুলাই:- শিয়রে রাষ্ট্রপতি নির্বাচন। জোর কদমে চলছে তার প্রস্তুতি। ইতিমধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের কাজে যুক্ত সহকারী রিটার্নিং অফিসারদের হাতে তুলে দেওয়া হয়েছে ভোটের পেপার ব্যালট। মুখবন্ধ খামে সেই ব্যালট নিয়ে বুধবার দিল্লি থেকে রাজ্যে ফিরছেন এই ভোটের সহকারী রিটার্নিং অফিসার রাজ্য বিধানসভার সচিব সুপ্রতিম ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার নিযুক্ত হয়েছেন রাজ্য বিধানসভার সচিব সুপ্রতিম ভট্টাচার্য এবং যুগ্ন সচিব শাশ্বতী আচার্য। রাজ্যসভার সেক্রেটারি জেনারেল তথা এই নির্বাচনের রিটার্নিং অফিসার পি সি মোদি সহ মোট ৬৩ জন অফিসার রাষ্ট্রপতি ভোটের দায়িত্ব সামলাচ্ছেন।
রাজ্যসভার সচিবালয় তৈরি করছে চূড়ান্ত তালিকা,এমপি-বিধায়করা কে কোথায় ভোট দেবেন। যে যার রাজ্যের বিধানসভায়, নাকি সংসদের ৬৩ নম্বর ঘরে। আগামী সোমবার ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। সেদিন থেকেই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশনও। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই ভোট দেবেন সংসদে। হরিয়ানায় কংগ্রেস থেকে বরখাস্ত হওয়া কুলদীপ বিষ্ণোই সহ মোট পাঁচজন বিধায়ক সংসদে ভোট দেবেন বলে জানিয়ে দিয়েছেন। শত্রুঘ্ন সিনহা বাদ দিয়ে তৃণমূলের প্রায় সব এমপিকেই বিধানসভার ভোটকেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিতে নির্দেশ দিয়েছেন। শত্রুঘ্ন সিনহা এমপি হলেও লোকসভার সদস্য হিসেবে এখনও তাঁর শপথ গ্রহণ হয়নি। ১৮ জুলাইই শপথ হবে। তারপর সংসদে ভোট দেবেন তিনি।