এই মুহূর্তে জেলা

মিড ডে মিলের রান্নাঘরে গ্যাস লিক করে আগুনের ঘটনায় চাঞ্চল্য তারকেশ্বরে।

হুগলি, ১২ জুলাই:- প্রাথমিক স্কুলে মিড মিলের রান্না ঘরে গ্যাস লিক করে আগুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো তারকেশ্বরের বালিগুড়ি বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে। ভয়ে কান্নায় ভেঙে পরে ছাত্র ছাত্রী থেকে অভিভাবকরা। স্কুলের ছাত্র ছাত্রীরা সংখ্যা প্রায় ২৭০। এদিন প্রায় দুশো জনের উপর ছাত্র ছাত্রী উপস্থিত ছিল বলে জানা গেছে স্কুল সূত্রে। দমকল ও স্কুল সূত্রে জানা গেছে সকাল এগারোটা নাগাদ স্কুলে ক্লাস চলাকালীন হটাৎ রান্না ঘরে গ্যাস লিক করে আগুন লাগে।ভয়ে ছাত্র ছাত্রীরা দৌড়া দৌড়ি শুরু করে দেয়।

অভিভাবকরাও খবর পেয়ে স্কুলের সামনে জড়ো হয়। ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক সবাই কান্নায় ভেঙে পড়েন। যদিও বড় সর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ছাত্র ছাত্রী থেকে স্কুলের শিক্ষকরা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কণিকা দত্ত জানান স্কুল চলাকালীন হটাৎ গ্যাস লিক করে আগুন লাগে দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। তবে তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন শিক্ষক ও অভিভাবকরা। ছাত্র ছাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সবাইকে নিরাপদে বাড়ি পাঠানো হয়েছে।