এই মুহূর্তে জেলা

আরামবাগে গ্রামীন পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি।

আরামবাগ, ১৬ ডিসেম্বর:- হুগলি জেলা গ্রামীন পুলিশের উদ্যোগে আরামবাগে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি। এই কর্মসূচিটি পরিচালনা করে আরামবাগ মহিলা থানা। সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিকে সামনে রেখে আরামবাগ মহিলা থানার পুলিশ মোটর সাইকেল নিয়ে একটি মিছিল করে।গণপরিবহনে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই কর্মসূচি বলে জানা গেছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল, আরামবাগ থানার আইসি বরুন ঘোষ, আরামবাগ মহিলা থানার ওসিসহ অন্যান্য আধিকারিক।এই বিষয়ে আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল জানান, হুগলি জেলা গ্রামীন পুলিশের উদ্যোগে এই সচেতনতা মুলক কর্মসূচি হয়েছে। আরামবাগ মহিলা থানার পরিচালনায় এই পথ নিরাপত্তা নিয়ে মিছিল হয়।