সুদীপ দাস, ২ নভেম্বর:- চার কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের বিজয় রথ স্পষ্ট হতেই পথে নামলো দলীয় কর্মী-সমর্থকরা। সবুজ আবীর উড়িয়ে শুরু হলো বিজয়োল্লাস। হুগলী-চুঁচুড়া পৌরসভার তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কর্মীরা সবুজ আবীর খেলায় মাতে। ব্যান্ড তাসার তালে তালে আনন্দ উৎসব শুরু করে তাঁরা। একে অপরকে সবুজ আবীর উড়িয়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
Post Views: 301








