এই মুহূর্তে জেলা

ডাক্তারদের কর্মবিরতিতে কার্যত শূণ্য হাওড়া জেলা হাসপাতালের আউটডোর।

হাওড়া, ১৪ আগস্ট:- আরজি করে ডাক্তারি পড়ুয়া খুনের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের ‘কর্মবিরতি’ চলছেই। এর প্রভাব পড়েছে রাজ্যের প্রায় সব হাসপাতালেই। আজ বুধবার সকালে হাওড়া জেলা হাসপাতালের আউটডোর ছিল কার্যত ডাক্তার ‘শূন্য’। সকাল থেকেই রোগীরা টিকিট কেটে তাদের নাম নথিভুক্ত করালেও প্রয়োজনীয় ডাক্তারের কাছে চিকিৎসা করাতে পারেননি তাঁদের অনেকেই।

সরকারি হাসপাতালের আউটডোরে সুপার নিজেই তাঁর এক সহযোগী ডাক্তারকে নিয়ে প্রাথমিকভাবে চিকিৎসার কাজ সামলান। তবে চিকিৎসা না পেয়ে অনেক রোগীকেই এদিন ফিরে যেতে হয় বাড়িতে।