হাওড়া,২৩ ফেব্রুয়ারি:- ক্যান্সার সচেতনতায় পদযাত্রা হল হাওড়ায়। রবিবার ওই অনুষ্ঠানের আয়োজন করে ‘হাওড়া নভজ্যোতি’ নামের এক সংস্থা। সকাল সাতটায় রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা পতাকা সংকেতের মাধ্যমে এর শুভ সূচনা করেন। রেল মিউজিয়াম, ফোরশোর রোড হয়ে আভানি মলের কাছে বাল গঙ্গাধর পার্কে শেষ হয় এই ওয়াকথন পদযাত্রা। টাটা ক্যান্সার সেন্টারের চিকিৎসকদের দল উপস্থিত ছিলেন এই ক্যান্সার সচেতনতা প্রোগ্রামে। উদ্যোক্তারা জানান, প্রায় দেড় হাজার জন এতে অংশ নেন।