দক্ষিন ২৪ পরগনা , ৩১ মে:- দক্ষিন ২৪ পরগনার জেলার কুলপি ব্লকের বন্যা কবলিত এলাকায় ত্রাণের কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘের বেলপুকুর শাখা। ইয়াসের প্রভাবে এবং ভরা কোটালে দক্ষিন ২৪ পরগনার বেলপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সমুদ্রের জল ঢুকে পড়ে। ইয়াস চলে যাওয়ার পর ৫ দিন কেটে গেলেও এখোনো বেলপুকুর এলাকার বেশিরভাগ বাড়িতে জল। এই পরিস্থিতিতে ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসী ও স্বেচ্ছাসেবকরা সেখানের প্রায় ৫০০ পরিবারকে দু বেলা রান্না করা খাবার দিচ্ছে। এর পাশাপাশি এলাকায় ত্রিপল, ফিনাইল, ব্লিচিং পাওডার, সাবান ও স্যানিটাইজার দেওয়া হচ্ছে মানুষের চাহিদা মতো। রবিবার কুলপি ব্লকের বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন স্থানীয় বিধায়ক যোগরঞ্জন হালদার। তিনি ভারত সেবাশ্রম সঙ্ঘের কাজের প্রশংসা করে নিজে আরও ৫০ টি ত্রিপল গ্রামবাসীদের হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন কুলপি ব্লক সভাপতি চিত্তরঞ্জন হালদার,সংঘের স্বেচ্ছাসেবক সতিনাথ হালদার প্রমুক। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, ওই এলাকার মানুষের খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করার পাশাপাশি এলাকার পরিবেশকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।
Related Articles
১ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে বাণিজ্যিক গাড়ির পারমিট ও পুননবীকরণের কাজ সপূর্ণ অনলাইনেই হবে।
কলকাতা, ৭ সেপ্টেম্বর:- চলতি বছরের ১ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে যাবতীয় বাণিজ্যিক গাড়ির নতুন পারমিট এবং পারমিট পুনর্নবীকরণ প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে। দালালচক্রের অবসান ঘটিয়ে এই প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে। এতদিন এই সমস্ত পারমিট পরিবহন দফতরের আঞ্চলিক অফিসে (আরটিও) এসেই নিতে হত সাধারণ মানুষকে। কিন্তু দীর্ঘদিন ধরেই […]
ঘোষণার আগেই রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির উপর নজরদারি শুরু কমিশনের।
কলকাতা, ৩ জানুয়ারি:- লোকসভা ভোট ঘোষণার মাস দুয়েক আগে থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর নজরদারি শুরু করল নির্বাচন কমিশন। রাজ্যের যে কোনও জেলায়, যে কোনও রকম হিংসার ঘটনা ঘটলেই কমিশনকে তার রিপোর্ট দেওযার জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক সপ্তাহে আইন-শৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট কমিশন কে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী […]
শিলিগুড়ি মহকুমার বিধাননগরের কাজিগছে খাঁচা পাতা হলেও অধরা চিতাবাঘ , জারি ১৪৪ ধারা ।
শিলিগুড়ি , ৩১ ডিসেম্বর:- খাঁচা পাতা হলেও এখনও অধরা চিতাবাঘ। ব্যাপক আতঙ্ক গোটা এলাকায়। এর পাশাপাশি ওই এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ভবেশ কুমার সিং জানিয়েছেন গতকাল দুপুর থেকে চিতাবাঘটি ধরার জন্য চেষ্টা চালায়। এরপর রাত হয়ে যায় কিন্তু ধরতে বাঘটিকে ধরতে না পারায় অবশেষে খাঁচা পাতে বনবিভাগ। তবে এখনও […]