এই মুহূর্তে জেলা

লকডাউনে প্রতিদিন তিনশ মানুষকে খাওয়ানোর উদ্যোগ ডোমজুড়ের তৃণমূল বিধায়কের।

হাওড়া , ৩১ মে:- করোনা পরিস্থিতিতে কড়া বিধি নিষেধ জারি ও আংশিক লকডাউনের ফলে অনেকেই সমস্যার মধ্যে রয়েছেন। অনেক এমন মানুষ আছেন যাদের দু’বেলা ঠিকমতো খাবারের সংস্থান হচ্ছেনা। এদের কথা ভেবেই ডোমজুড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ প্রতিদিন দুপুরে কয়েকশ মানুষের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছেন। সোমবার দুপুরে সেই কর্মসূচিতে প্রায় আড়াইশো জন অংশ নেন। সঙ্গে ছিলেন তৃণমূল নেতা ষষ্ঠী গায়েন এবং বেলুড় জিআরপির ওসি বিকাশ মুখোপাধ্যায়। এদিন এই কর্মসূচি সম্পর্কে বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, যেহেতু লকডাউন চলছে এই কারণে অনেকেই সেইভাবে কাজকর্ম করতে পারছেন না। এরমধ্যে বাংলায় ইয়াসের প্রভাব পড়েছে অনেকটাই। বহু মানুষকে বিধ্বস্ত হয়ে পড়েছেন। সেই জন্য এই এলাকার তৃণমূল কর্মীরা একটি উদ্যোগ নিয়েছে।

সেই উদ্যোগে সাড়া দিয়ে আমি এখানে এসেছি। প্রায় ৩০০ মানুষের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। শুধু আজকেই নয় এই প্রথা আগামী দিনেও চলবে। বহু ছোট ছোট কল কারখানা বন্ধ হয়ে গিয়েছে। তাদের পাশে দাঁড়ানোর জন্য এই ব্যবস্থা করা গ্রহণ করা হয়েছে। আমরা শুধু ভোটের সময় রাজনীতি করি না। আমাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। আমরা ৩৬৫ দিন মানুষের পাশে থাকি, মানুষের সমস্যার সমাধান করি। সেই জন্য আজকে এই ব্যবস্থা করা হয়েছে। আশা করছি আস্তে আস্তে করোনা বাংলা থেকে যেভাবে বিদায় নিচ্ছে, তাতে অনেকটাই করোনা নিয়ন্ত্রণে আসবে বলে মনে হয়। আগামী দিনে আবার মানুষ স্বাভাবিকভাবে কাজকর্ম ফিরতে পারবেন।