এই মুহূর্তে কলকাতা

ঘোষণার আগেই রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির উপর নজরদারি শুরু কমিশনের।


কলকাতা, ৩ জানুয়ারি:- লোকসভা ভোট ঘোষণার মাস দুয়েক আগে থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর নজরদারি শুরু করল নির্বাচন কমিশন। রাজ্যের যে কোনও জেলায়, যে কোনও রকম হিংসার ঘটনা ঘটলেই কমিশনকে তার রিপোর্ট দেওযার জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক সপ্তাহে আইন-শৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট কমিশন কে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আজ দুপুরে বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকেই কমিশনের এই নির্দেশ জেলাশাসকদের জানিয়ে দেওয়া হয়েছে বলে নির্বাচন দফতর সূত্রে খবর।

নির্ভুল ভোটার তালিকা যাতে তৈরি হয় সেই বিষয়েও জেলা শাসকদের ফের সতর্ক করে দেওয়া হয়েছে। এর আগের নির্বাচনগুলিতে কোন কোন জায়গায় বেশি হিংসাত্মক ঘটনা ঘটেছে, কোন কোন বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে, কোথায় বোটকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনা ঘটেছে তার তথ্য ভাণ্ডার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ভিত্তিতেই আগামী লোকসভা ভোটে রাজ্যের “স্পর্শকাতর অঞ্চল” চিহ্নিত করা হবে। ভোট কেন্দ্র গুলোর কি পরিস্থিতি, নির্বাচন কমিশনের গাইড লাইন অনুযায়ী স্কুল গুলোর পরিকাঠামো ঠিকঠাক আছে নাকি তাও খতিয়ে দেখার নির্দেশ জেলাশাসকদের দেওয়া হয়েছে এদিনের বৈঠকে।