আরামবাগ , ২৭ মে:- বাইক চুরি চক্রের হদিশ পেলো আরামবাগ থানার পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ বাইক চুরি চক্রের একজন পান্ডাকে গ্রেফতার করলো । ধৃতের নাম বিধান সাঁতরা ।বাড়ি গোঘাট । এদিন ধৃত বিধান সাঁতরাকে বাইক চুরি করারা অভিযোগে পুলিশ আরামবাগ মহকুমা আদালতে তোলে। পুলিশ সুত্রে জানা গিয়েছে,বেশ কয়েকদিন আগে আরামবাগের বাজার এলাকা থেকে একটি বাইক চুরি হয় বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই তদন্তে নামে আরামবাগ থানার পুলিশ। তল্লাশি অভিযান শুরু হয় । ইতিমধ্যেই আরামবাগ থানার পুলিশ বেশ কয়েকটি চোরাই বাইক উদ্ধার করলেও কোনও পান্ডাকে ধরতে পারছিলো না। এদিন আরামবাগ থানার পুলিশ খবর পেয়ে গোঘাটে অভিযান চালায়। সফলতাও মেলে। একজন বাইক চুরি চক্রের একজন পান্ডাকে গ্রেফতার করে।পাশাপাশি তাকে আদালতে তোলে পুলিশ।
Related Articles
শনিবার থেকে চালু হচ্ছে ষষ্ঠ দফায় দুয়ারে সরকার কর্মসূচি।
কলকাতা, ৩১ মার্চ:- রাজ্য সরকারের বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শনিবার থেকে ষষ্ঠ দফায় দুয়ারে সরকার কর্মসূচি চালু হতে চলেছে। এবার দুয়ারে সরকার শিবির কে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই এবারই প্রথম রাজ্যের প্রতি বুথে শিবিরের আয়োজন করা হবে। এজন্য ১০ মার্চের মধ্যে ১ লক্ষ শিবিরের কর্মসূচি […]
মালদা মেডিকেল কলেজ হসপিটালে তিন শিশুর মৃত্যু।
মালদা, ১৬ সেপ্টেম্বর:- মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তিন শিশুর মৃত্যু।জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন তারা বলে হাসপাতাল সূত্রে খবর।যদিও মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডঃ পার্থ প্রতিম মুখোপাধ্যায় জানান,জ্বরে মৃত্যু হয় নি। তবে শিশুর মৃত্যু হয়েছি কি কারনে মৃত্যু তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। শিশুদের চিকিৎসার জন্য শিশু বিশেষ্ণদের নিয়ে বিশেষ দল গঠন করলো মালদা মেডিক্যাল কলেজ কতৃপক্ষ। […]
ধর্মঘটের দিন গড় হাজিরার কারণে বেনজির শোকজ।
কলকাতা, ৬ এপ্রিল:- ১০ মার্চের ধর্মঘটের দিন গরহাজিরার কারণে গতকাল পর্যন্ত রাজ্যে ২৮ হাজার ৭০৪ জন শিক্ষক শিক্ষিকাকে শোকজ করা হয়েছে। সাত দিনের মধ্যে তাঁদের অনুপস্থিতির কারণ জানাতে বলা হয়েছে। ২৫ শে মার্চ পর্যন্ত ২২৮৫৬ জন শিক্ষক শিক্ষিকাকে শোকজ করা হয়েছিল। ডিআই-দের পাঠানো রিপোর্টের ভিত্তিতে শিক্ষক-শিক্ষিকাদের কাছে শোকজের চিঠি পাঠানো হচ্ছিল। বুধবার সেই চিঠি পাঠানোর কাজ […]









