এই মুহূর্তে জেলা

শালিমার রেল স্টেশনের কাছে সুরিয়া এন্ড রূপ কমপ্লেক্সে দুষ্কৃতী হামলা।

হাওড়া,২ ডিসেম্বর:- এদিন দুপুরে শালিমার রেল স্টেশনের কাছে সুরিয়া এন্ড রূপ কমপ্লেক্সে ৫০ থেকে ৬০ জন দুষ্কৃতী হামলা চালায় । কমপ্লেক্সে থাকা সিকিউরিটি গার্ড কে মারধর করে এবং ভিতরে থাকা একটি আর্মির গাড়ি সাইকেল লোহার রড দিয়ে জানালার কাচ ভাঙচুর করে চম্পট দেয় দুষ্কৃতীরা । ঘটনাস্থলে হাওড়া বি গার্ডেন থানা পুলিশকে ফোন করলে পুলিশ আসে এই ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছেন আবাসিক রা স্থানীয় সূত্রে খবর রেলের টেন্ডার পাওয়া নিয়ে দুই সিন্ডিকেটের মধ্যে বচসা হয় । গত শনিবার রাতে এবং এই ঘটনায় একটি ফায়ারিং করা হয় ও অভিযোগের ভিত্তিতে হাওড়া বি গার্ডেন থানা পুলিশ একজনকে আটক করে । রবিবার রাতে আজ থেকে হাওড়া আদালতে তোলা হয় ধৃত অভিযুক্ত নাম চন্দন শিং ধৃত অভিযুক্তকে হাওড়া বি গার্ডেন থানা পুলিশি হেফাজতের নেওয়ার আবেদন জানান । হাওড়া আদালতের বিচারকের কাছে এই ঘটনা আহত হয় দুজন তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়।