হাওড়া , ৩ মে:- কোভিডে আক্রান্ত হয়ে হাওড়ায় প্রবীণ বাম নেতা কৃষ্ণচন্দ্র হাজরার জীবনাবসান হয়েছে। রবিবার রাতে উলুবেড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। প্রবীণ সিপিএম নেতার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তিনি বালি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান হিসেবে দশ বছর দায়িত্বভার সামলেছেন। ছাত্রজীবন থেকেই তাঁর রাজনীতির পাঠ শুরু হয়েছিল। বালি পৌরসভার কাউন্সিলার ছিলেন। ২ বারের চেয়ারম্যান ও ২ বারের ভাইস চেয়ারম্যান হয়েছিলেন তিনি।পারিবারিক সূত্রে জানা গেছে, কোভিড আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল হাওড়ার ঘুসুড়ির জয়সোয়াল হাসপাতালে তিনি ভর্তি হন। এরপর অবস্থা সঙ্কটজনক হলে উলুবেড়িয়ায় সঞ্জীবন হাসপাতালে কয়েকদিন পর তাঁকে ভর্তি করা হয়।
এই ব্যাপারে সম্পূর্ণভাবে সাহায্য করেন হাওড়া জেলা সিপিএম সম্পাদক বিপ্লব মজুমদার। এছাড়া শংকর মৈত্র, সমীরণ চট্টোপাধ্যায়, প্রদ্যুৎ ঘোষ, সমীর প্রামাণিক প্রমুখ নেতৃবৃন্দ সাহায্যের হাত বাড়িয়ে দেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর স্ত্রীবিয়োগ হয়েছিল আগেই। পুত্র উদয়শংকর হাজরা, পুত্রবধূ সুচন্দ্রা হাজরা, পৌত্র আনক হাজরা, এবং কন্যাসম সেঁজুতি ঘোষ বর্তমান। প্রয়াত কৃষ্ণচন্দ্র হাজরার জন্ম হয়েছিল ১৯৩৩ সালের ২৪ জানুয়ারি হাওড়ার বেলুড়ে। বেলুড় স্কুল থেকে ক্লাস ১০ পাশ করেন।এরপর প্যারীমোহন কলেজে পড়াশোনা করেন। তারপর বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক হন। কিছুদিন আইন পড়েছিলেন। তবে পরীক্ষা দিতে পারেননি। এছাড়াও বিভিন্ন গণ সংগঠনের সাথে যুক্ত ছলেন। বেলুড় সাধারণ গ্রন্থাগারের বহুদিন সম্পাদক ছিলেন। বর্তমানে সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।