অঞ্জন চট্টোপাধ্যায়,৩০ জানুয়ারি:- চেন্নাই এক্সপ্রেস থামবে আশাবাদী ভিকুনা। গতবারের আই লীগের চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসি। তবে সেবারের এক্সপ্রেস দল এবার মাল গাড়িতে নেমে এসেছে। আর গতবারের মালগাড়ি মোহনবাগান এবার ধীরে শুরু করলেও এক্সপ্রেস গতিতে এগোচ্ছে। বলা হচ্ছে এবার চ্যাম্পিয়নও হতে পারে টীম বাগান। তবে সামান্য কাঁটা রয়েছে টা হলো ডিফেন্স এ সাইরাস না থাকা। তার জায়গায় ডিফেন্স এ খেলবেন গঞ্জলেস। আক্রমণ এ বাবা ও বেইতিয়া থাকছেন। ফরোয়ার্ডদের গোল এ ফেরা স্বস্তি দিয়েছে স্পেনের কোচকে। বাবা দের গোল এ ফেরা নিয়ে তিনি জানান, ওদের ট্যালেন্ট নিয়ে আমার কখনো সংশয় ছিল না।
নিজের নামের প্রতি সুবিচার করেছে বাবা আসা করি পুরো লীগ এ আমাদের হয়ে গোল করবে। বাগান কোচ ভিকুনা বলেন , যারা আছে তারা যথেষ্ট ভালো ও যোগ্য। চেন্নাই কে তিনি বলেন, গতবার চ্যাম্পিয়ন দল এখন লীগ সবে মাঝ পথে তাই ওদের হালকাভাবে নি কি করে ।এই লীগে লড়াই হবে আমি বিশ্বাস করি। আর এই কথাও মানি কাশ্মীর, পাঞ্জাব থেকে যদি পয়েন্ট আনতে পারি চেন্নাই থেকে কেন পারবো না। দল তৈরী। আজ কের ম্যাচ এ আত্মতুষ্টি চান না তিনি। বাগান কোচ অতীত এ ফিরে গিয়ে বলেন, কলকাতা লীগে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জায়গায় থেকেও মাঝপথে হারিয়ে যাই সেই জিনিসটা যাতে না হয় সেই কথা প্লেয়ারদের বলেছি। চেন্নাই সিটি কোচ নাবাস জানান, পেদ্রোমাঞ্জি সহ আমাদের বেশ কিছু ফুটবলার লীগ এর মাঝ পথে দল ছেলে চলে গেছিলো তাই আমরা পিছিয়ে পড়েছিলাম। দেখা যাক আমরা কতটা দূর এগোতে পারি। ইস্টবেঙ্গল আমাদের হারিয়ে দিয়ে গেছে খারাপ জায়গায় থেকে। মোহনবাগান আবার ভালো জায়গায় আছে এই দুই ক্লাব এর বিরুদ্ধে খেলে জয় পাওয়া সব সময় কঠিন।Related Articles
করোনার কারণে দিলীপ ঘোষের লোকসভায় এখনোও অন্নপ্রাশণই হয়নি – কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
হুগলি , ১৩ ডিসেম্বর:- আমি কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখতে পারি কি না পারি সেটা দিলীপ ঘোষ জানবে কি করে। ওতো খালি জানে গোয়ালঘর আর গরুর বাটে কতটা সোনা আছে এই তো ওর বুদ্ধি ও কি করে জানবে, আমি চিঠি লিখতে পারি কিনা। এইভাবে আজ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ […]
দ্বিতীয় ধাপের লক্ষ্মীর ভান্ডারে ১.৩ লক্ষ উপভোক্তা হুগলীতে।
সুদীপ দাস, ২০ এপ্রিল:- বুধবার লক্ষ্মীর ভান্ডারের ২য় ধাপে সমগ্র রাজ্যে মোট ৫লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকা পৌঁছে গেলো। এর মধ্যে শুধু হুগলী জেলার উপভোক্তার সংখ্যা ১লক্ষ ৩০হাজার। বুধবার কোলকাতার নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমগ্র রাজ্যে লক্ষ্মী ভান্ডারের প্রতিকী চেক বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। হুগলী জেলার সদর […]
বেলুড় মঠে পালিত গুরু পূর্ণিমা।
হাওড়া, ২১ জুলাই:- প্রতি বছরের মতো এবারও অত্যন্ত ভক্তি শ্রদ্ধায় ভাবগম্ভীর পরিবেশে বেলুড় মঠে গুরু পূর্ণিমা পালিত হলো। গুরু পূর্ণিমার বিশেষ দিনে বেলুড় মঠে হাজির ছিলেন ভক্ত অনুরাগীরা। মন্ত্রদীক্ষিত গুরুকে প্রণাম জানাতে সকাল থেকেই বেলুড় মঠে ভক্ত সমাগম হয়। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজকে প্রণাম জানিয়ে গুরু পূর্ণিমা উদযাপন হয় বেলুড় মঠে। […]