এই মুহূর্তে জেলা

স্কুল খোলার আগে প্রস্তুতি স্কুলে স্কুলে।

হুগলি, ১৫ নভেম্বর:- স্কুল খোলার প্রস্তুতি চলছে স্কুলে স্কুলে। সারা রাজ্যের পাশাপাশি আরামবাগ মহকুমার প্রতিটি স্কুলেই স্যানিটাইজার থেকে শুরু করে ব্লিচিং দেওয়া হয় ও ক্লাসরুম ঝাড়াই চলে।ছাত্র ছাত্রীদের করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে সব রখম ব্যবস্থা নেয় স্কুল কর্তৃপক্ষ। এই দৃশ্য দেখা যাচ্ছে আরামবাগ মহকুমার রামনগর অতুল বিদ্যালয় থেকে শুরু করে আরামবাগ গালস স্কুল, বয়েজ স্কুল ও গালস কলেজসহ বিভিন্ন স্কুল ও কলেজগুলিতে সরকার স্বাস্থ্যবিধি মেনে পরিস্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। করোনা পরিস্থিতিতে প্রায় ২০ মাস পর ১৬ই নভেম্বর খুলছে স্কুল। করোনা আবহে ভিড় এড়িয়ে স্কুলে কোন ফর্মুলায় ক্লাস চালু করা হবে তা নিয়ে ইতিমধ্যেই গাইডলাইন দিয়েছে সরকার।

রোজকার ক্লাসের রুটিন বেঁধে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোম থেকে শনি প্রতিদিনই ক্লাস হবে। নবম ও একাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে আসবে সকাল সাড়ে নটায়। সকাল ১০টা থেকে তাঁদের ক্লাস শুরু হবে। চলবে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত। মঙ্গলবার থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, ধাপে ধাপে সব শ্রেণির ক্লাসের ভাবনা রাজ্যের। দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে আসবে সকাল সাড়ে দশটায়। ক্লাস শুরু হবে ১১ টায়। চলবে বিকেল সাড়ে চারটে পর্যন্ত। এমন কি সশরীরে ক্লাসের পাশাপাশি একাদশ ও দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা স্কুল নিতে পারবে ১৬ নভেম্বর থেকে। শিক্ষা দপ্তরের গাইড লাইন মেনেই স্কুল পরিচালিত হবে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। আরামবাগ মহকুমার প্রতিটি স্কুল ও কলেজে গুরুত্বসহকারে করোনা বিধি মেনে স্কুল খোলার প্রস্তুতি চলছে।