হুগলি , ২ এপ্রিল:- কেন্দ্রে নরেন্দ্র মোদির যে সরকার চলছে সেই সরকার সম্বন্ধে রাজ্যের মানুষ আশাবাদী আজ হুগলির উত্তরপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানালেন। তিনি জানান এ রাজ্য বিজেপি সরকার হলে রাজ্যের প্রভূত উন্নয়ন হবে তাকে প্রশ্ন করা হয়েছিল গতকাল নন্দীগ্রামে ভোট চলাকালীন মুখ্যমন্ত্রী ভোট অভিযোগ করেছেন বহু ক্ষেত্রে ভোট লুট হয়েছে, আবার এ কথাও বলেছেন তিনি ৯০ শতাংশ ভোট পাবেন ব্যাপারে বলতে গিয়ে প্রবীর বলেন মুখ্যমন্ত্রী পরস্পর বিরোধী কথা বলছেন।
একদিকে বলছেন যে গন্ডগোল হয়েছে লুট হয়েছে আবার বলছেন ৯০ শতাংশ ভোট পেয়ে আমি যে বিজয়ী হব তাহলে কোনটা সত্যি ভোট লুট হয়েছে না ৯০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হবেন দুটো সম্পূর্ণ পরস্পর বিরোধী কথা। আর ওনাকে কেউ গৃহবন্দি করে রাখেনি উনি নাটক করে বুথে ২ ঘণ্টা বসে ছিলেন। প্রবীরবাবু এবার তার কেন্দ্রে জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত তার প্রচারে প্রচুর সাড়া পড়ছে, এবং মানুষ নরেন্দ্র মোদি সরকারের উন্নয়ন ও দেখেই তাকে ভোট দেবেন এবং এ রাজ্যে বিজেপি সরকার গঠিত হবে।